শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০৪:১২ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ার কাঠগড়া বাজারে প্যাকেজিং কারখানায় আগুন

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় দুটি বাসাবাড়ি ও টোকিও প্যাকেজিং নামে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড (ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে কাঠগড়া বাজারের পাশে টোকিও প্যাকেজিং কারখানার গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। গোদামটিতে টুকরো কাগজ ও বিভিন্ন পরিত্যক্ত মালামাল থাকায় আগুন দ্রুত পাশের নাজিম উদ্দিন ও জহিরের বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির লোকজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের তিব্রতা বাড়তে থাকায় পরে বিষয়টি ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে নাজিম উদ্দিনের বাড়ির প্রায় ১২টি এবং জহিরের বাড়ির ৬টি কক্ষ ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

পুড়ে যাওয়া বাড়ির ভাড়াটিয়া জমির হোসেন জানান, টোকিও প্যাকেজিং কারখানা ও নাজিম উদ্দিনের বাড়ির মাঝখানে একটি বিদ্যুৎতের খুঁটি রয়েছে। রাতে সেখানে থাকা একটি ট্রান্সফর্মার থেকে আগুনের ফুলকি ছিটকে কারখানার গুদামে পড়ে। সেখান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনের খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন এটি তদন্ত সাপেক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়