শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বুলহুক’ দিয়ে হাতিদের ওপর অমানবিক অত্যাচার

তানভীর রিজভী: হাতিকে নিয়ন্ত্রনে আনার রাখার জন্যে ব্যবহার করা বিশেষ হাতিয়ারের নাম বুলহুক।  আর এই হাতিয়ার দিয়েই থাইল্যান্ডে চলমান কিংস কাপ এলিফ্যান্ট টুর্নামেন্টে হাতিদের অমানবিকভাবে আঘাত করা হয় যাতে খেলা চলার সময় তারা কোনরকম সমস্যা না করে। এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে স্কাই নিউজ।

পশুপাখির অধিকার নিয়ে কাজ করা ‘চ্যারিটি পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব এনিমেল’ (পিইটিএ) রোববার টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে একটি ভিডিও চিত্র পাঠায়। ভিডিওতে দেখানো হয় খেলার আগে বশে আনার জন্যে কিভাবে হাতিদের বুলহুক দিয়ে  আঘাত করছে  হাতির নিয়ন্ত্রকরা।

পিইটিএ জানায়, খেলার আগে নিয়ন্ত্রকরা হাতির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এই টুর্নামেন্ট দুখ-কষ্টের প্রদর্শনি ছাড়া আর কিছুই না। একটি হাতিকে তারা কমপক্ষে ১৫ বার বুলহুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে বলে দাবি তাদের।

এদিকে ভিডিওচিত্র দেখার পর টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, তারা খুবই মর্মাহত এরকম দৃশ্য দেখে। প্রাথমিকভাবে তারা এই কাজে জড়িতদের বরখাস্ত করেছেন।

কর্তৃপক্ষের একজন স্কাই নিউজকে জানান, সাপ্তাহিক ছুটি হওয়ার কারনে তারা আজ কিছু করতে পারছেন না। তবে শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আরও জানান, পশুদের উপর এমন অত্যাচার তারা কখনই সমর্থন করেন না। সূত্র: স্কাই নিউজ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়