শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিস নির্বাচনে ‘টিম বিজয়’

নিজস্ব প্রতিবেদক: দেশের সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠান সমূহের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮–২০২০ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম।

নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট ক্যাটাগরিতে ইতোমধ্যে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাধারণত প্যানেল ভূক্ত হয়েই প্রার্থীরা এই নির্বাচন করে থাকেন। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় এক বৈঠক শেষে মোস্তফা রফিকুল ইসলাম ‘টিম বিজয়’ নামে এই প্যানেল ঘোষণা করেন ।

এসময় রেইজ আইটি সল্যুশন লিমিটেডের এমডি এ. এ. রাশেদুল মাজিদ বলেন, বেসিস প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মধ্য দিয়ে বেসিসকে নতুন উচ্চতায় নিতে হলে নেতৃত্বে বড় পরিবর্তণ দরকার। সে জন্য দরকার অভিজ্ঞ ও উদ্যমী কর্মী। আমরা সরকার সঙ্গে কাজ করে দেশের রপ্তানি বাজারে ৫ বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্য পূরণ করতে চাই এবং আমাদের শিল্পকে বাঁচানোর জন্য বিদেশী কম্পানির পরিবর্তে স্থানীয় কোম্পানিগুলির উপর বিশ্বাস স্থাপনের জন্য একসাথে কাজ করতে চাই।

ঘোষিত প্যানেলের সদস্যরা হলেন- রেইজ আইটি সল্যুশন লিমিটেডের এমডি কে. এ. এ. রাশেদুল মাজিদ, সল্যুশন নাইন লিমিটেডের এমডি শহিবুর রহমান খান, এলিয়েন টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আমিনউল্লাহ, অ্যাটম এপি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমকেএম আহমেদুল ইসলাম বাবু, জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান, স্পিনফ স্টুডিওর প্রতিষ্ঠাতা সিইও এএসএম আসাদুজ্জামান, স্টার হোস্ট আইটি লিমিটেডের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম এবং চালডাল লিমিটেড প্রধান অপারেশন অফিসার(সিওও) জিয়া আশরাফ।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়