শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনের রেস্তোরাঁয় রুশ গুপ্তচর হত্যাচেষ্টায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান

মনিরা আক্তার মিরা: ব্রিটেনের রেস্তোরাঁয় মিলেছে রুশ গুপ্তচর হত্যাচেষ্টায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান। ‘জিজ্জি’ নামের সলসবেরির একটি পিৎজ্জার দোকানে স্নায়ুকে আঘাতকারী এই নার্ভ এজেন্টের সন্ধান পাওয়া গেছে যেখানে রুশ গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার দুপুরের খাবার খেয়েছিলেন।

জিজ্জিতে দুপুরের খাবারের অন্তত দু’ঘণ্টা পর সাবেক ঐ রুশ গুপ্তচর ও তার মেয়েকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় কাছেই পার্ক থেকে উদ্ধার করা হয়। পিৎজ্জার দোকানটি ছাড়াও স্ক্রিপালের বাড়ি, পানশালা এবং তার স্ত্রী ও ছেলের সমাধি আছে সেই কবরস্থানেও সন্ধান করা হচ্ছিল নার্ভ এজেন্ট রাসায়নিকের।

অন্তত পাঁচটি স্থানে ফরেনসিক তদন্ত চালানোর প্রেক্ষিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়ার ওপর ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট করা হয় বলে ধারনা করা হচ্ছিল।

গত শনিবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রুশ গুপ্তচর এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্টের হামলার তদন্তে ব্রিটিশ পুলিশ ২০০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শী চিহ্নিত করেছেন। এছাড়াও ২৪০ টির বেশি আলামতের তদন্ত চালিয়ে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও রাজনীতির দলগুলো এই হামলার পিছনে রাশিয়াকে দায়ি করছে। তবে অ্যামবার বলেন, এই হামলার পিছনে কে দায়ী তা এখন জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

এছাড়া স্ক্রিপালের স্ত্রীর সমাধির জায়গায় একটি ফুলের তোরা পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই ফুলের তোরার মধ্যে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল। তদন্তকারীরা বলচ্ছে ‘এই মুহূর্তে আমাদের তদন্তের মূল উপাদান হচ্ছে ফুলের তোরা’ এবং তারা নিশ্চিত করে বলেছে গাড়িতে উঠার ঠিক আগ মুহূর্তে স্ক্রিপাল সমাধির জায়গায় ছিলেন।

স্থানটিকে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। ঘটনার তদন্তে অন্তত আড়াইশ জন কাউন্টার টেরোরিজম পুলিশ এবং সেনা বাহিনীর বিভিন্ন সদস্য নিয়োজিত আছে।

নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে এবং তাতে দৈহিক কর্মক্ষমতা বন্ধ যেতে পারে। সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া দুজনেই এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর-ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, রাশিয়ার একজন সামরিক গোয়েন্দা হিসেবে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকে ইউরোপে রাশিয়ার গোয়েন্দাদের সম্পর্কে তথ্য দিতেন সের্গেই স্ক্রিপাল। বিশ্বাসঘাতকদের হত্যার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অতীত ইঙ্গিত রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে রুশ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার তীব্র প্রতিবাদ জানানো হবে যদিও মস্কো তার জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছে। বিবিসি, রয়টার্স, ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়