শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর অবদান অস্বীকারের কোনো সুযোগ নেই : প্রতিমন্ত্রী চুমকি

হীরা, বরিশাল : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নারীর যে অবদান রয়েছে তা অস্বীকার করার কোন সুযোগ নেই। অফিস আদালত, শিল্প-কলকারখানা সব জায়গাতে নারীর উপস্থিতি বেড়েছে। আগের চেয়ে প্রাথমিকে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গতকাল রোববার দুপুরে বরিশাল নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মহিলা বিষয়ক সংস্থার আয়োজনে ‘তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ নিয়ে অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের মহিলা সংস্থা কর্তৃক এ প্রকল্পের প্রথম পর্যায়ে ১৩টি উপজেলায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। ধারবাহিকতা বজায় রেখে এখন তথ্য প্রযুক্তির সহজলভ্যতা ৪৯০টি উপজেলায় তৃণমূল নারীদের কাছে পৌঁছে দেয়ার জন্য পাঁচ বছর মেয়াদী দ্বিতীয় পর্যায়ে প্রকল্প গৃহীত হয়েছে। যেখানে প্রতিটি উপজেলায় একটি করে তথ্যকেন্দ্র ও তথ্য আপারা থাকবেন।
তিনি বলেন, তথ্য আপা নারীদের বাড়িতে বাড়িতে গিয়ে ল্যাপটপ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সামধান করবেন। এছাড়াও তথ্য আপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহন, সরকারী সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিতকরাসহ নানান কার্যক্রম সম্পাদন করবেন।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদা শারমিন বেনু, মীনা পারভিন, আনোয়ারা বেগম, মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়