শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকার আদায়ে মুম্বাইতে ৩৫ হাজার কৃষক

নূর মাজিদ: বিধানসভা ঘেরাও করতে মুম্বাইয়ে পৌঁছে গেছেন ৩৫ হাজার আদিবাসী কৃষক। বিগত ৫ দিনের প্রখর রোদ আর ক্লান্তি উপেক্ষা করে ১৮০ কিলোমিটারের পদযাত্রা শেষে ১১ই মার্চ মুম্বাইয়ের থানে অঞ্চলে অবস্থান নিয়েছেন তারা।

বামপন্থী সংগঠন সর্ব ভারতীয় কিষান সভা (এআইকেএস) আয়োজিত এই ঘেরাও কর্মসূচীতে মহারাষ্ট্রের নাসিক জেলার আদবাসি চাষিরা অংশ নিয়েছেন। বিধানসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের দাবি আদায়ের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবেন।

কৃষিকাজের জন্য সম্পূর্ণ সুদমুক্ত ঋণসহ, যুগ যুগ ধরে চাষ করে আসা কৃষিজমির মালিকানার স্বত্ত্ব পাওয়ার দাবিতে তারা এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। বিক্ষোভে অংশ নিতে আসা আদিবাসী কৃষকেরা জানিয়েছেন এটা তাদের কাছে ‘জীবন মৃত্যুর ব্যাপার।’

‘এআইকেএস’ এর সাধারণ সম্পাদক অজিত নাওয়ালে জানিয়েছেন, প্রান্তিক কৃষকদের সম্পূর্ণ সুদমুক্ত ঋণ দেয়া সহ সোয়ামিনাথান রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন করতেই তাদের এই ঘেরাও কর্মসূচী। উল্লেখ্য, ভারতের সবুজ বিপ্লবের জনকখ্যাত প্রফেসর সোয়ামিনাথানের প্রস্তাবিত ঐ রিপোর্টে কৃষকদের ফসলের উৎপাদন মুল্যের দেড় গুণ দাম দেবার প্রস্তাব করা হয়েছে।

এদিকে, এই কর্মসূচীর কারণে যেন মুম্বাইবাসী যানজটের সম্মুখীন না হন সেদিকে সাবধানতা অবলম্বন করেছেন আয়োজকরা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে বেলা ১১টায় কর্মসূচী শুরু করছেন তারা। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়