শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌরকর্মীদের বাধায় পণ্ড খালেদার মুক্তির কর্মসূচি

শিমুল মাহমুদ: পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের বাধায় পণ্ড হয়ে যায় বেগম খালেদা জিয়া ও শামসুজ্জামান দুদু সহ সকল রাজবন্দিদের মুক্তির মানববন্ধন কর্মসূচি।

রোববার সকাল সাড়ে ১১ টায় এই কর্মসূচির আয়োজন করে খালেদা জিয়া মুক্তি পরিষদ নামে একটি সংগঠন। কিন্তু এর আগেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। একপর্যায়ে খালেদা জিয়া মুক্তি পরিষদ মানববন্ধন কর্মসূচীর প্রস্ততিকালে বাঁধা দেয় পৌরসভা কর্মকতা কর্মচারীরা। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলে সংগঠনটির কিছু লোকজন এসে ব্যানার ছিনিয়ে নেয়, বিএনপির নেতাকর্মীদের হাত থেকে।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, লেবার পার্টির (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি শাহজাহান কামাল অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে আমরা মানববন্ধন শুরু করি। তখন পাশের কর্মসূচিতে থেকে জানালো হলো মানববন্ধন করা যাবে না। আমরা দশ মিনিট সময় চেয়েছিলাম তাও দেয়া হয়নি। জয়বাংলা বলে আমাদের ব্যানার কেড়ে নেয়া হয়েছে।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়াও বলেন, আমরা দাঁড়ানো মাত্রই পাশের কর্মসূচি থেকে কিছু লোক এসে জয়বাংলা বলে-স্লোগান দিয়ে ব্যানার কেড়ে নিয়ে যায়। পরে মানববন্ধন পণ্ড হয়ে যায়।

জয়নুল আবদিন ফারুক বলেন, পৌরসভার লোকজন এসে বললো আমাদের একটা কর্মসূচি চলছে আপনারা পরে করুন। পরক্ষনেই আমাদের কর্মসূচী পণ্ড করে দেওয়া হয়েছে । কোন সময় দেওয়া হয়নি।

তবে এ ব্যাপারে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়