শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ১১:০৩ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন কমিশন নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন বিপ্লব দেব

সাঈদা মুনীর: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে কৌশলী পদক্ষেপ নিলেন ত্রিপুরার  বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হল, সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়টি পর্যালোচনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি  হবে। রাজ্যের দুই সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত-ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আইনি পরামর্শ নেবে রাজ্য সরকার। আর ত্রিপুরার প্রাক্তন মহারাজা বীরবিক্রম রাধাকিশোর মানিক্যের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

সচিবালয়ে প্রথম বৈঠকের পরে আজ নতুন সরকারের ক্যাবিনেট মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন, ‘‘চড়িলাম বিধানসভা কেন্দ্রে নির্বাচন সোমবার। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় নির্দিষ্ট কোনও নতুন ঘোষণা করা যায় না। এর বেশি কিছু তাই বলতে পারব না।’’ সপ্তম বেতন কমিশনের জন্য বিশেষজ্ঞ কমিটি কার নেতৃত্বে হবে, তা-ও জানানো হয়নি।

নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, পূর্ত, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংস্কৃতির মতো দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অর্থ ও বিদ্যুৎ দফতর পেয়েছেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সুদীপ রায় বর্মণ হয়েছেন স্বাস্থ্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী। কংগ্রেস ছেড়ে আসা আর এক বর্ষীয়ান নেতা রতনলাল নাথকে দেওয়া হয়েছে শিক্ষা ও আইন দফতরের দায়িত্ব। আইপিএফটি সভাপতি এন সি দেববর্মাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে রাজস্ব ও মৎস্য দফতর নিয়ে।

কিন্তু মন্ত্রিসভা তো ৯-এ আটকে গেল! বাকি তিন জনকে কবে নেওয়া হবে? মুখ্যমন্ত্রী বিপ্লবের সহাস্য উত্তর, ‘‘৯ সৌভাগ্যের সংখ্যা! এখন এটাই থাক না!’’। সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়