শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৮:২৫ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের টি-টোয়েন্টি ভয় কি কাটলো এবার?

মো. কামাল হোসেন: শেষ পর্যন্ত পরাজয়ের বৃত্ত ভেঙ্গে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয় ছিলো প্রায় এক বছর আগে এবং সেটিও ছিলো শ্রীলঙ্কাতেই।

এরপর দীর্ঘসময় ধরে টি-টোয়েন্টি ছিলো বাংলাদেশের জন্য শুধুই আক্ষেপের নাম, কারণ পরাজয়ের বৃত্ত থেকে কোনভাবেই বের হতে পারছিলোনা বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ শুধু নিজেদেরই সর্বোচ্চ নয় বরং শনিবার রাতের ম্যাচটি জিতে নিতে টি-টোয়েন্টির ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করেছে।

এবার প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ১৬৪ রানের লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতার সাফল্য ছিলো বাংলাদেশের।

শনিবার রাতে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড জয়ের আগে ১৪ ম্যাচে বাংলাদেশের জয় ছিলো মাত্র একটিতে। কলম্বোতে খেলার মাঠে ছিলেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম।

তিনি বলছেন এ ধরনের কমপ্লিট ব্যাটিং টি-টোয়েন্টিতে আগে বাংলাদেশের কমই হয়েছে।
বাংলাদেশ খেলোয়াড়দের যে শরীরী ভাষা এবং আত্মবিশ্বাসের দরকার ছিলো এ ম্যাচে সেটি দেখা গেছে।

মাশরাফির অবসরের পর এটাই প্রথম বাংলাদেশের জয়।আবার ইনজুরির কারণে টিমে ছিলেন না সাকিব আল হাসান।

আরিফুল ইসলামের মতে মাঠে বাংলাদেশ যেভাবে জিতেছে সেটি তাদের নি:সন্দেহে আত্মবিশ্বাসী করে তুলবে।খেলার পর ওপেনার তামিম ইকবালও সংবাদ সম্মেলনে বলেছেন একটি জয় বাংলাদেশের বড় দরকার ছিলো।

তিনি আরো বলেছেন যে জয়টি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করে তুলেছে এবং এর মাধ্যমেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন পথ চলা শুরু হবে বলেও মনে করছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ নাজমুল আবেদীন ফাহিম বলছেন টি-টোয়েন্টিতে একটা বাধা ছিলো, সেই বাধা ভেঙ্গে দিয়েছে খেলোয়াড়রা। এখন তারা নিজেরাই বুঝতে পারছে যে ১৮০/১৯০ রানের টার্গেট অতিক্রম করার সক্ষমতা তাদের আছে এবং এ জয়টি তাদের মানসিকতা সীমাবদ্ধতা ভেঙ্গে দিয়েছে।

বাংলাদেশের অনেক তারকা ক্রিকেটারের শিক্ষক হিসেবে সুপরিচিত নাজমুল আবেদীন ফাহিম মনে করেন বাংলাদেশ হয়তো প্রতি ম্যাচে জিতবেনা কিন্তু যে কোন ম্যাচ জিততে পারে এই বিশ্বাস এখন তৈরি হয়েছে আর সেটিই বাংলাদেশকে টি-টোয়েন্টিতে ভালো ফল এনে দেবে। তার মতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে কোনঠাসা অবস্থায় ছিলো, তাই এ ধরনের একটি বড় জয় খুবই দরকার ছিলো।

এতো বড় স্কোর তাড়া করে জেতাটা বাংলাদেশকে কোণঠাসা অবস্থা থেকে বের করে নিয়ে এসেছে।
তিনি বলেন এ জয় বাংলাদেশর মানসিকতা সম্পূর্ণ বদলে দেবে এবং খেলোয়াড়দের বিশ্বাস ও খেলার ধরনেই পরিবর্তন নিয়ে আসবে।

সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মতে এ ম্যাচে দুটি বিষয় খেলোয়াড়দের মাথা থেকে সরে গেছে -একটি হলো হাথুরুসিংহ আর অন্যটি হলো সাকিব আল হাসান।

তার মতে সাকিবকে ছাড়াও ম্যাচ জেতা সম্ভব এ বিশ্বাসটা অন্য খেলোয়াড়দের মধ্যে এসেছে এ ম্যাচ জয়ের মধ্য দিয়েছে।
তিনি বলেন বোলার ব্যাটসম্যান মিলে দলের সেরা পাঁচজন ভালো করলেই যে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো করে এ ম্যাচটিই তার প্রমাণ। আর এ জয়টিতে পাওয়া বিশ্বাসই সামনে দলটিকে সাফল্য এনে দেবে বলে মনে করেন তিনি। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়