শিরোনাম

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৮:২১ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্ট প্যাট্রিকস ডে প্যারেডে সেনাদের চুম্বন নিষিদ্ধ

রাশিদ রিয়াজ : জর্জিয়ার সাভানায় সেন্ট প্যাট্রিকস ডে’তে রেওয়াজ ছিল সেনাদের গালে চুম্ববনের। কড়া লাল লিপস্টিক পড়ে তরুণীরা বিশেষ ওই দিনটির প্যারেডে ঐতিহ্যের অংশ হিসেবেই সেনাদের গালে চুম্বন এঁকে দিতেন। কিন্তু এখন বলা হচ্ছে লাল রংয়ের লিপস্টিক সেনাবাহিনীর পোশাকের অংশ নয়। তাই এবছর থেকে যুগযুগ ধরে চলে আসা সেনাদের গালে তরুণীদের চুম্বনের রীতি বাদ দেওয়া হয়েছে।

আগামী ১৭ মার্চ জর্জিয়ার উপকূল শহর ফোর্ট স্টুয়ার্টে যে সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে ২’শ সেনা মার্চপাস্টে অংশ নেবেন তাদের কারো গালে কোনো তরুণী প্রথা অনুযায়ী আর চুম্বন করতে পারবেন না। সেনারা এধরনের মার্চপাস্টে অতিক্রমের সময় তরুণীরা গাঢ় লাল লিপস্টিকে ঠোঁট রাঙ্গিয়ে তাদের গালে চুম্বন করতেন। ফোর্ট স্টুয়ার্ট শহরের মুখপাত্র কেভিন লারসন ও সেন্ট প্যাট্রিকস প্যারেডের প্রধান আয়োজক বলেছেন, সেনাদের জড়িয়ে ধরে চুম্বন, সেনাবাহিনী আর চায় না। সেনাদের ‘প্রফেশনাল’ দেখতেই ভাল লাগে এবং তার প্রয়োজনও আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়