শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরো অর্থ খরচ না করেই ৩০২টি প্রকল্প সমাপ্ত

হ্যাপী আক্তার : সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নানা ধরণের প্রকল্পের কাজ হাতে নেওয়া হলেও সম্পূর্ণ টাকা খরচ না করেই গেল অর্থবছরে সমাপ্ত ঘোষণা করা হয়েছে ৩০২টি প্রকল্প। এমন তথ্য দিয়েছে পরিকল্পনা কমিশনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন না থাকা বা কাঙ্খিত ফল না মেলায় ইতি টানা হয়েছে এসব প্রকল্পের। বিশ্লেষকরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের এমন দৈন্যদশায় অর্থ অপচয়ের পাশাপাশি বাড়ে ভোগান্তিও।

ফুটপাত না কি ব্যবসাকেন্দ্র দেখে বুঝার উপায় নেই । হাঁটার জায়গাজুড়ে পণ্য সামগ্রীর পসরা আর হকারের ব্যস্ততা। আর রাস্তায় গাড়ি পার্কিং। এতে নিরাপদ পথ চলায় ভোগান্তি পথচারীদের। যা সমাধানে উদ্যোগ আছে অথচ কাজের কাজ হয় না কিছুই।

বন্দরনগরী চট্টগ্রামের রাস্তা ও ফুটপাতের উন্নয়নে ছয় বছর আগে নেওয়া হয় ৩০০ কোটি টাকার একটি প্রকল্প। যার কাজও শেষ হওয়ার কথা ছিল তিন বছর আগে। গেল জানুয়ারি পর্যন্ত এ প্রকল্পে কাজ হয়েছে মাত্র ৩৪ শতাংশ। আর ব্যয় হয়েছে ৯৯ কোটি টাকা। ধীর গতির এই প্রকল্পকে আর টেনে নিতে নারাজ পরিকল্পনা মন্ত্রণালয়।

এই প্রকল্পেই শেষ নয়, গেল অর্থবছরে কাজ শেষ না করেই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে তিনশোরও বেশি প্রকল্প- এমন তথ্য আইএমইডির। বিশ্লেষকরা বলছেন, এসব প্রকল্পে কেবল ব্যয়ই বাড়ে, ভোগান্তি কমে না জনগণের।

পরিকল্পনা কমিনের (সিনিয়র সচিব) সদস্য ড. শামসুল আলম বলেছেন, উন্নয়নের কাজ দেরী ও তারাতারি করা হোক বললে দোষ ধরলে হবে না। একটা চাপ তৈরি করতে হবে যাতে তারাতারি কাজ শেষ হয়।

বিশ্বব্যাংক কর্যালয়ের লিড অর্থনীতিবিদ ড.জাহিদ হোসেন বলেছেন, কেন একটি অসমাপ্ত প্রকল্পকে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে তার একটি সুনিদৃর্ষ্ট ব্যাখ্যা দরকার। ফরমালি ঘোষণা দেওয়া হচ্ছে, তার মানে প্রকল্পগুলোতে আর বাজেট বরাদ্দ পাওয়া যাবে না। যে কাজটুকু বাকি আছে সে কাজটা না করলে ঐ প্রকল্পের মাধ্যমে যে লাভ আশা করা হয়েছে তা না পাবার শঙ্কা রয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়েও দেখা গেছে, কাজ শেষ না করেই প্রকল্প সমাপ্তির ঘটনা। সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়