শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে বস্তুনিষ্ঠ সংবাদ সংস্থা রয়টার্স, এএফপি, ব্লুমবার্গ: রিপোর্ট

আনন্দ মোস্তফা: আধুনিক প্রযুক্তি ও বিশ্বায়নের এই যুগে আমরা বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পেয়ে থাকি। সংবাদ এখন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত হলেও প্রশ্ন আছে এর পক্ষপাতিত্ব নিয়ে। সাম্প্রতিক সময়ের সব থেকে বড় প্রশ্ন কোন সংবাদ মাধ্যম পক্ষপাতীত্বহীন বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে।

মার্কিন প্যাটেন্ট এটর্নি ভেনেসা ওটেরো ২০১৬ সাল থেকে মিডিয়ার পক্ষপাতিত্ব বিষয়ে গবেষণা করে আসছেন। সম্প্রতি তিনি একটি ‘মিডিয়া পক্ষপাত চার্ট’ তৈরী করেছেন যাতে শীর্ষস্থানীয় সকল সংবাদ মাধ্যমের ‘পক্ষপাত’ ও ‘বস্তুনিষ্টতা’ তুলে ধরা হয়েছে।

ওটেরোর রিপোর্ট অনুযায়ী বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদে সবচেয়ে এগিয়ে রয়টার্স, এএফপি, ব্লুুমবার্গ এবং এপি। টাইম ও ওয়াশিংটন পোস্টকে সেরা বিশ্লেষণধর্মী পত্রিকা বলা হলেও, বিখ্যাত সংবাদপত্র দুটির কিছু সংবাদ ভুল বা মিথ্যা হয়ে থাকে বলেও উল্লেখ করা হয়েছে।

নিরপেক্ষতার দিক থেকে ভালো করলেও বিবিসির কিছু সংবাদ মিথ্যা বা ভুলভাবে প্রকাশিত হয়। ওটেরোর চার্টে অনেক পেছনে সিএনএন’র অবস্থান। ভুল ব্যাখ্যা, অসম্পূর্ণ সংবাদ ও পক্ষপাতদুষ্ট প্রচারণার অভিযোগে চার্টে সিএনএন’র অবস্থান দ্বিতীয় সারির সংবাদ মাধ্যমগুলোর সাথে।

এছাড়া ডেইলি মেইল, নিউ ইয়র্ক টাইমস ও ফক্স নিউজ সংবাদের ভুল ব্যাখ্যা, রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শ ছড়ানো ও মিথ্যা প্রচারণার জন্য চার্টের অনেক নিচে অবস্থান করছে। মার্কেট ওয়াচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়