শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৫:৩৮ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশা নিধনে ডিএনসিসির নতুন ওষুধ

জান্নাতুল ফেরদৌসী: ১৫ মার্চের পর নতুন ওষুধ দিয়ে মশা নিধন শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওষুধ দেয়ার আওতায় আসছে নতুন ওয়ার্ডগুলোও। আগের ওষুধের চেয়ে নতুন ওষুধের কার্যকারিতা বেশি বলে দাবি সিটি করপোরেশনের। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ওষুধ মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ব্যবহারের আগে পরিমাপের দিকে নজর দেয়ার পরামর্শ তাদের।

ঝাঁকে ঝাঁকে মশার অত্যাচারে অতিষ্ঠ জনজীবন। কোথাও শান্তি নেই। এমন অবস্থা থেকে নগরবাসীকে রেহাই দিতে কামান দাগানোর অবস্থা সিটি করপোরেশনের। তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশা। সিটি করপোরেশনের উদ্যোগ এবং ওষুধের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। ঢাকা উত্তর সিটির দাবি, মশা নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে তারা। এসেছে নতুন ওষুধ।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. জাকির হাসান বলেন, ওষুধ পরিবর্তন ঠিক না। কোম্পানি একটু পরিবর্তন আছে।

ফিল্মি কায়দায় মশার ওষুধ ছেটানোর কাজ তদারকি করছেন এক নারী কাউন্সিলর

মশা নিধনে এবার প্রজনন স্থানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান ডিএনসিসি কর্মকর্তারা।

তবে, সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ব্রি. জে. জাকির হাসান বলেন, ওয়াসা, রাজউকসহ বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের অভাব রয়েছে। তাদের কোনো গরজ নেই যেন পুরো দায়িত্বটা আমাদের। আমরা তো আর তাদের আওতাধীন এলাকায় যেতে পারি না। সমন্বয় ছাড়া এটা সম্ভব না। আমরা তাদের সহযোগিতা করতে রাজি আছি।

বিশেষজ্ঞরা বললেন, মশা মারতে যে ওষুধ ব্যবহার করা হয় তাতে ট্রেট্রামেথ্রিন, বায়োলেথ্রিনের মতো ক্ষতিকর উপাদান থাকে। তাই, ব্যবহারের সময় সতর্ক হতে হবে।

কিছু না কিছু প্রভাব থাকার কথা স্বীকার করে ডিএনসিসি কর্মকর্তা ব্রি. জে. জাকির হাসান তিনি বলেন, এই প্রভাব বাচ্চাদের ওপর একরকম, বড়দের ওপর আরেকরকম হবে। ওষুদের পরিমাণ নিয়ন্ত্রণ করে ক্ষতিকর প্রভাব যেন কম পড়ে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নীলুফার নাহার বলেন, মশার লার্ভা নিয়মিত উৎপাদন হচ্ছে। এটা যেন নিয়ন্ত্রণ করা যায় সেজন্য নিয়মিত ওষুধ ছেটাতে হবে। আবার একই সাথে ওষুধের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে কম্পোজিশন ঠিক করতে হবে।

অবশ্য নগরবাসী সচেতন না হলে কোনো ব্যবস্থাতেই মশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানাচ্ছে সিটি করপোরেশন।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনে অর্থ সংকটে কয়েক বছর ধরে মশা নিধন বন্ধ রয়েছে। মশার উৎপাতে অতিষ্ট নগরবাসী। রাজশাহীতে এখন আলোচনা হয়ে দাঁড়িছে মশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়