শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৪:১২ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়নকাঠি

রেজাউদ্দিন স্টালিন : 

প্রিয় বন্ধু আসগর
শুভেচ্ছা।

তুমি গতকাল মোবাইলে যে প্রস্তাব রাখিয়াছ তাহা দুঃখজনক ও মর্মান্তিক। মনে পড়িতেছে ছোট বেলায় তোমাকে ‘অজগর’ বলিয়া ক্ষ্যাপাইতাম। তখন হইতে তোমার চাওয়া ছিলো বেশী। আমার গ্রামের জমিতে ইটভাটা তৈরীর যে পরিকল্পনার কথা বলিয়াছ তাহা অনৈতিক। সামান্য লাভের জন্য জমির বুকে আগুনের চাষ করিতে পারি না। বরং জমিতে তুমি যদি চাষবাস করিয়া লাভবান হইতে চাওÑতাহা হইলে পাট গাছের পতাকা উড়াইয়া দাও।

সকলে পাটকে ‘সোনালী আঁশ’ বলিলেও আমি বলি ‘জিয়নকাঠি’। আমি কবিতা লিখিÑ ভবিষ্যৎ অন্ধকার বলিয়া তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করিতে। ক্ষ্যান্ত দিই নাই। কবিতা দিয়া তোমাদের নির্দয়তার বিরুদ্ধে যুদ্ধ করিতেছি। মনে পড়ে পাটকাঠি দিয়া শীতের রস খাইতাম। নানীমা পাটের ছিকায় পাটালিগুড় লুকাইয়া রাখিতেন।

তাঁহার পাটশাক রান্নার স্বাদ আজো বাতাসের জিহ্বায় লাগিয়া আছে। পাটকাঠিতে আগুন দিয়া শীত পোহাইতাম। আর আমার প্রথম প্রেমের কাহিনী পাটপত্রে লিখিত আছে। আমার দাদা পাটের ব্যবসা করিয়া প্রভূত উপার্জন করিয়াছিলেনÑএসব তোমার অজানা নহে। সকল কথা চিঠিতে লিখিলাম, মোবাইলে মানাইতো না। বন্ধুত্ব রাখিতে চাহিলে পাট চাষের পরিকল্পনা করিবে Ñ অন্যথায় Ñ

তোমার বন্ধু
রেজা

  • সর্বশেষ
  • জনপ্রিয়