শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প না বললে কোনো নারীই ফাইনালিস্ট হতে পারতেন না!

তানভীর রিজভী : ইয়াহু নিউজের প্রধান অনুসন্ধানী প্রতিবেদক মাইকেল ইসিকফ ও মাদার জোনসের ওয়াশিংটন ব্যুরো প্রধান ডেভিড কর্নের লেখা ‘রাশান রুলেট: দ্য ইনসাইড স্টোরি অব পুতিনস ওয়ার অ্যান্ড দ্য ইলেকশন অব ডোনাল্ড ট্রাম্প’ নামের বইটি প্রকাশিত হচ্ছে সোমবার। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অজানা তথ্য তুলে ধরা হয়েছে।

মার্কিন ম্যাগাজিন মাদার জোনসে বৃহস্পতিবার বইটির বেশ কিছু উদ্ধৃতি ছাপা হয়, সেখানে ট্রাম্পের ২০১৩ সালের রাশিয়া ভ্রমণের কথা উল্লেখ আছে। বলা হয়েছে, সে বছর তিনি মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতা উপলক্ষে মস্কোর ক্রাসনগর্সক গিয়েছিলেন। যৌথ লেখকের এই বইটিতে রাশিয়ায় ট্রাম্পের ব্যবসায়িক যোগাযোগগুলোর ওপর বেশি আলোকপাত করা হয়েছে। তবে সেখানে সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থাপনা নিয়ে তার ভূমিকার কথাও বেশ জোরেসোরে আলোচিত হয়েছে।

সুন্দরী প্রতিযোগিতায় কে সেরা হবেন, ট্রাম্পই তা ঠিক করে দিতেন বলে ইসিকফ ও কর্ন তাদের বইতে দাবি করেছেন। ২০১৩ সালে মিস ইউনিভার্সের চূড়ান্ত প্রতিযোগিতার এক-দুই দিন আগে কারা কারা ফাইনাল রাউন্ডে থাকবেন তা ট্রাম্প নিজেই যাচাই-বাছাই করেন বলে এ বইয়ে প্রকাশ পেয়েছে। ‘ট্রাম্প না বললে কোনো নারীই ফাইনালিস্ট হতে পারতেন না, বলেও জানান ইসিকফ ও কর্ন।’

রয়েছে আরেক অভিযোগ। বিচারকদের ঠিক করা প্রতিযোগীর বদলে ট্রাম্প তার পছন্দের প্রার্থীদেরকেই চূড়ান্ত রাউন্ডে সুযোগ করে দিতেন-এমন অভিযোগ মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্টদের। এও জানিয়েছে, বাদ পড়া বেশিরভাগ নারীই ছিলেন বাদামি বা কৃষ্ণাঙ্গ। প্রতিযোগীদের ক্ষেত্রে চামড়ার রং বেশি গাঢ় কিনা, জাতিসত্তার ছাপ যথার্থ কিনা এগুলো খুটিয়ে দেখতেন  ট্রাম্প।

‘রাশান রুলেট: দ্য ইনসাইড স্টোরি অব পুতিনস ওয়ার অ্যান্ড দ্য ইলেকশন অব ডোনাল্ড ট্রাম্প’ নামের  বইটি পড়লে জানা যাবে এই মার্কিন প্রেসিডেন্টের আরো নানা তথ্য, যা অধিকাংশেরই অজানা। সোমবার থেকে বইটি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হচ্ছে বলে সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়