শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৯:৪৪ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ মহীয়সী পেলেন ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মহীয়সী নারীকে সম্মাননা জানালো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জমকালো আয়োজনে ষষ্ঠবারের মতো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

এবারের ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা পেয়েছেন চিকিৎসাসেবায় অধ্যাপক ডা. সায়েবা আক্তার, সংগীতে শাহীন সামাদ, সাহিত্যে রুবী রহমান, সমাজসেবায় অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শিল্পকলায় সুচিশিল্পী মৌলুদা খানম, নারীর ক্ষমতায়নে পারভীন মাহমুদ এফসিএ, চ্যালেঞ্জিং পেশায় নাসরিন সুলতানা এবং ক্রীড়ায় আঁখি খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সুইডিশ অ্যাম্বাসেডর হার এক্সিলেন্সি চারলোত্তা স্লাইডার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, মধুমতি ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, আরটিভির ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, আরটিভির পরিচালক বেগম বিলকিস নাহার, সংসদ সদস্য শিরিন আখতার, সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, সংসদ সদস্য সাবিনা আখতার তুহিন, কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা কামাল, সংগীত ব্যক্তিত্ব ফরিদা পারভীন, অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, নাট্যজন রহমত আলী, চিনা রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি মিস্টার ঝ্যাং জ্যু-এর স্ত্রী মিসেস ইয়াং ইয়ান চুন, এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবদুল হক প্রমুখ পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেন আলোকিত নারী সম্মাননা।

স্বাগত ভাষণে আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেন, এই পৃথিবীর অর্ধেক পুরুষ আর অর্ধেক হলো নারী। সমাজের উন্নয়নে নারীরা বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। আরটিভি দেশের এই মহীয়সী নারীদের সম্মাননা দিতে পেরে আনন্দিত। আয়োজনটির সহযোগিতায় যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি সব সময়ই নারী উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকেন। নারীরা আজ কোথায় নেই। নারীরা আজ বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছেন। সংসদেও তারা সমান গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া গার্মেন্টস সেক্টরেও অসংখ্য নারী কাজ করছেন।

তিনি আরও বলেন, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। নারীদের এগিয়ে যাবার পথকে সহজ করতে তাদের প্রেরণা দিতে হবে। নারী উন্নয়নের সঙ্গে দেশও এগিয়ে যাবে।

‘জয়া আলোকিত নারী-২০১৮’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন বরেণ্য কণ্ঠশিল্পী আবিদা সুলতানা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নিপুণ, মেহজাবিন চৌধুরী, সাফা কবির ও টয়া। এছাড়াও বিশ্বখ্যাত ব্যক্তিদের লেখা প্রেমপত্র নিয়ে ৮ যুগলের ফ্যাশন রানওয়ে।

এছাড়া আরটিভির পক্ষ থেকে অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল হক এবং হেড অব মার্কেটিং খন্দকার শামীম রহমান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু।

অনুষ্ঠানটির অনলাইন পার্টনার ছিল আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক@মি, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ এবং মেকআপ পার্টনার পারসোনা। উত্তরীয় ডিজাইন করেছে রঙ বাংলাদেশ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী তারিন জাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়