শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি কাল ভারতে সোলার সামিটে বক্তৃতা করবেন

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সকালে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্স (আইএসএ) এন্ড সোলার সামিট-২০১৮’ এর পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে তার বক্তব্য পেশ করবেন। এই শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য তিনি বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন।

এই সফরে রাষ্ট্রপতির পতœী রাশিদা খানম, পুত্র রেজওয়ান আহমদ তৌফিক এমপি ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাঁর সঙ্গে রয়েছেন।
এই সোলার সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতিসহ ২৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ এবং মন্ত্রিপর্যায়ের নয়জন প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এই প্রথম চুক্তি ভিত্তিক আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা আইএসএ- যার সদর দফতর হচ্ছে ভারতে। দিল্লীর নিকটবর্তী হরিয়ানা রাজ্যের গুরগুগরাম শহরে আইএসএ-এর সচিবালয় অবস্থিত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হোলান্দে ২০১৫ সালের ৩০ নভেম্বর প্যারিসে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্সেস উদ্যোগের উদ্বোধন করেন। জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ওই উদ্যোগ নেয়া হয়।
এই সম্মেলনে একটা যৌথ ঘোষণা দেয়া হবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক সুবিধা অর্জনে ১২১টি সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক হবে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে এটি সহায়ক হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৮ মার্চ ভারত পৌঁছেন এবং গত দু’দিনে তিনি আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি আজ বিকেলে দিল্লী পৌঁছান। আগামী ১২ মার্চ তাঁর দেশের ফেরার কথা। বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়