শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়ের ধারায় পিএসজি

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে লিগ ওয়ানে জয়ের ধারা ধরে রেখেছে পিএসজি। শনিবার লিগে ঘরের মাঠে মেসকে ৫-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

জোড়া গোল করেন ক্রিস্তোফা এনকুনকু। একবার করে বল জালে পাঠান তমাস মুনিয়ে, কিলিয়ান এমবাপে ও চিয়াগো সিলভা।

নিজেদের মাঠে ম্যাচের শুরুটা দারুণ হয় পিএসজির। ২৮ মিনিটের মধ্যে তিন বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নেয় শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে চলা দলটি।

গোল উৎসবের শুরু পঞ্চম মিনিটে। কিলিয়ান এমবাপের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লাগার পর বল চলে যায় তমাস মুনিয়েরের কাছে। বেলজিয়ামের এই ডিফেন্ডারের কোনাকুনি শটে বল পোস্টের ভিতরের কানায় লেগে ভিতরে ঢোকে।

কিছুক্ষণ পর আট মিনিটের ব্যবধানে দুটি গোল করেন এনকুনকু। মার্কো ভেরাত্তির পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করার পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই মিডফিল্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ভেরাত্তির আরেকটি দারুণ পাস পেয়ে কোনাকুনি শটে দলের চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

৮২তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি জো সেলসোর কর্নারে হেডে শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা।

২৯ ম্যাচে ২৫ জয় ও দুই ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মার্সেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়