শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ছুরিকাঘাত

 

শাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ঈশাখাঁ ইউনিভার্সিটির এক ছাত্রীকে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্র মো. ইমরান পলাতক রয়েছেন।

শনিবার বিকালে শহরের খড়মপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান শহরের নগুয়া এলাকার রতন মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইন বিভাগের শেষ বর্ষের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ব্যবসায় প্রশাসন বিভাগের শেষ বর্ষের ছাত্র মো. ইমরানের। সম্প্রতি তাদের মাঝে মনোমালিন্য হয়। এর পর থেকে ইমরান তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

শনিবার বিশ্ববিদ্যালয় থেকে রিকশাযোগে শহরের হারুয়া এলাকার নিজ বাসায় ফেরার পথে শহরের খড়মপট্টি এলাকায় ইমরান তাকে রিকশা থেকে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত, জানান, অভিযুক্ত ছাত্র ইমরানকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়