শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো জোন সংস্কার প্রস্তাব আপাতত স্থগিত

ইমরুল শাহেদ : জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপিয়ান নেতাদের সম্মেলনে ইউরো জোন সংস্কারের যে পরিকল্পনা প্রস্তাব করার কথা ছিল তা পিছিয়ে দিয়েছেন। এ তথ্য শনিবার জানিয়েছেন দের স্পাইজেল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ মার্চ।

ইউরোপিয়ান ইউনিয়নের একজন কমকর্তা জার্মান একটি সাময়ীকিকে বলেছেন, ‘পরিকল্পনাটা বাতিল করা হয়েছে।’ এই কর্মকর্তা সম্মেলন প্রস্তুতির সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, ‘এই সম্মেলনে ঘোষণা দেওয়ার মতো কিছুই নেই।’

মার্কেল এবং ম্যাক্রোঁ গত ডিসেম্বরেই ১৯টি সদস্য দেশে একটি ব্লক হিসেবে একই মুদ্রা প্রচলনের ব্যাপারে এ মাসে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফ্রাংকো-জার্মান প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু জার্মান কর্মকর্তারা বলেছেন, ইউরো জোন পরিকল্পনায় প্যারিসের সঙ্গে বার্লিনের সমন্বয় তৈরিতে আরো একটু সময় লাগবে। কারণ গত বছরের সেপ্টেম্বর মাসে ফেডারেল নির্বাচনের পর জোট গঠন নিয়ে জার্মান চ্যান্সেলর বেশ বেকায়দায় ছিলেন। এজন্য তিনি এই পরিকল্পনা নিয়ে এগুতে পারেননি।

জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, এই তথ্য তিনি যেমন নিশ্চিত করেননি তেমনি অস্বীকারও করেননি। তবে তিনি উল্লেখ করেন, ইউরো জোন সংস্কারের বিষয়ে তিনি ম্যাক্রোঁর সঙ্গে কাজ করতে আগ্রহী। মুখপাত্র জর্জ স্ট্রেইটার বলেছেন, ‘আমি ধারণা করতে পারছিলাম যে কিছু একটা পিছিয়ে যাচ্ছে। কারণ সরকার গঠন হতে আমাদের সময় লেগে যাচ্ছে। কিন্তু এটা এখনো এতো তাড়াতাড়ি নিশ্চিত করা যাচ্ছে না।’

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বুধবার বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা বিশ্ববাণিজ্য এবং বাণিজ্যিক বিতর্ককে কেন্দ্র করে সৃষ্ট হুমকির বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়