শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে কৌশলগত সহযোগি হিসেবে পেতে চায় ফ্রান্স, ১৪ চুক্তি স্বাক্ষর

লিহান লিমা: ভারত সফরের প্রথম দিনেই দেশটির সঙ্গে ১৪টি চুক্তি স্বাক্ষর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যৌথ সংবাদ সম্মেলনের পর ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করার কথা বলেন।

শনিবার নিরাপত্তা, পারমাণবিক শক্তি, তথ্য সহযোগিতা, শিক্ষা, পরিবেশ, প্রান্তিক উন্নয়নসহ বিভিন্ন কৌশলগত খাতে মোট ১৬ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। নয়া দিল্লীতে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোদি ও ম্যাক্রোঁ এই চুক্তি স্বাক্ষর করেন। এর পাশাপাশি ভারত ও ফ্রান্স গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে চুক্তি হয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ফ্রান্স বিনিয়োগ করবে।

যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন গত ২০ বছর ধরেই সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে আমরা এক। স্বাধীনতা, সমতা ও বৈচিত্র শুধুমাত্র ফ্রান্সই নয়, ভারতের সংবিধানেরও অন্যতম বিষয়। আমরা চাই দুই দেশের যুবসমাজ একে অপরকে জানুক। সেজন্য দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা শিক্ষা ও দুই দেশের আদানপ্রদানকে মজবুত করবে।

অন্যদিকে ম্যাক্রোঁ বলেন, ‘ভারত এবং ফ্রান্স সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এখন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অঞ্চলে ভারতকে আমাদের প্রথম কৌশলগত সহযোগি। সেই সঙ্গে আমরা চাই ভারত ইউরোপেরও কৌশলগত সহযোগি হয়ে উঠুক। পশ্চিমা বিশ্বেও ভারতকে দেখতে চাই আমরা।’

৪ দিনের ভারত সফরে অংশ হিসেবে ১১ মার্চ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়ন্স সামিটে অংশ নেবেন ম্যাক্রোঁ। ঘুরে আসবে তাজমহল। ১২ মার্চ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারানসীতে যাবেন তিনি। ওই দিন উত্তরপ্রদেশের মির্জাপুরে সোলার প্ল্যান্টের উদ্বোধন করবেন দুই রাষ্ট্রনেতা।
এর আগে শুক্রবার রাতে দিল্লী বিমানবন্দরে প্রটোকল ভেঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিতে ম্যাক্রোঁনকে স্বাগত জানান মোদি। টুইটে মোদি বলেন, আপনার সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দিবে। এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়