শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জহুরুলের সেঞ্চুরি- গাজী গ্রুপের সহজ জয়

নিজস্ব প্রতিবেদক : অধিনায়ক জহুরুল ইসলামের সেঞ্চুরিতে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে শনিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে তারা। নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন নবম অবস্থানে রয়েছে জহুরুল ইসলামের দল। নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এদিন সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে নাঈম হাসান ৪টি, টিপু সুলতান ১টি ও মুমিনুল হক ১টি করে উইকেট নেন।

পরে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনিংয়ে নেমে ১০৩ রান করেন জহুরুল ইসলাম। ৯১ রান করে অপরাজিত থাকেন আসিফ আহমেদ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে এনামুল হক জুনিয়র ২টি ও নাহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জহুরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়