শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের উন্নয়নশীলের মর্যাদা নির্ভর করবে স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ওপর : সিপিডি

জাফর আহমদ: বাংলাদেশ অর্থবহ উন্নয়নশীল দেশে উন্নিত হওয়ার বিষয়টি সময়ের ব্যাপারে। উন্নয়নশীল দেশ হতে হলে যে তিনটি শর্ত পূরণ করতে হয় বাংলাদেশ তার সবগুলো সফলতার সাথে পূরণ করছে। এর ফলে জাতিসংঘের সামাজিক উন্নয়ন কর্মসূচি (সিডিপি) থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নশীল দেশ হওয়ার প্রস্তাব প্রাপ্তি ও চুড়ান্ত মর্যাদা পেয়ে যাবে। তবে ওই মর্যাদা রক্ষা নির্ভর করবে দেশের অভ্যান্তরিন স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যর ওপর।

শনিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ’স গ্রাজুয়েন ফ্রম দ্যা এলডিসি গ্রুপ পিটফল এন্ড প্রমিসেস’ শীর্ষক সংলাপে বক্তারা এ কথা বলেন। সংলাপের ভিন্ন ভিন্ন পর্বে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাস উদ্দিন আহমেদ। সভায় ভিন্ন ভিন্ন পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, খোন্দকার গোলাম মোয়াজ্জেম ও ফাহামিদা খাতুন।

অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি অনন্য ঘটনা। কারণ এর আগে যে সব দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের মর্যাদা পেয়েছে তারা ছিল খুবই ছোট্ট দেশ। এ সব দেশের জনসংখ্যা ও উৎপাদন কম ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিত সম্পূর্ণ উল্টো। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে ইতোমধ্যে নিম্মমধ্য আয়ের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দিকে যাচ্ছে। এবং উন্নত দেশের দিকে যাওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য বাংলাদেশকে এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেবে।

তিনি বলেন,স্বল্পোন্নত দেশের তালিকা থেকে যে সব দেশ বের হয়েছে সে সব দেশের প্রবৃদ্ধির পতন ঘটেছে। বৈদেশিক সাহায্যের পতন ঘটেছে। রেমিটেন্সের পতন ঘটেছে। ফলে তাদের যে আর্থিক ব্যবস্থাপনা আছে তার ওপর চাপ সৃষ্টি হয়। বিশেষ করে কর আদায়ের পরিমান যদি না বাড়ে। তবে ওই সব দেশ বৈদেশিক বিনিয়োগের পরিমান বেড়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি ভেবে দেখার দরকার।

বাংলাদেশের রপ্তানি এগিয়ে যাচ্ছে শুধু তৈরি পোশাক রপ্তানি ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উপর নির্ভর করে। এই প্রক্রিয়াকরণ খাতও কম পারিশ্রমিকের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ হওয়ার পর বাংলাদেশ কম সুদের বৈদেশিক ঋণের সুবিধা হারাতে হবে। ফলে উন্নয়নশীল হওয়ার উদ্ভুত পরিস্থিতি কিভাবে সামাল দিবে এ নিয়ে সংশয় আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়