শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ১০:১৯ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হয়েও ফুরিয়ে যাননি সেরেনা

স্পোর্টস ডেস্ক : টেনিস কোর্টে ঝড় তোলা শুরু করেছেন অভিষেকের দিনেই। গত বছরই পেয়েছেন মাতৃত্বের স্বাদ। তবে মা হয়েও ফুরিয়ে যাননি সেরেনা উইলিয়ামস। মেয়ে অ্যালেক্সিসের জন্মের পর ছয় মাস কোর্টের বাইরে ছিলেন। কোর্টে ফিরে আবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন সেরেনা উইলিয়ামস। দেখিয়ে দিলেন মা হয়েও ফুরিয়ে যাননি।

সন্তান জন্মের পর এবারই প্রথম প্রতিযোগীতামুলক কোর্টে নেমেছিলেন সেরেনা। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স দিয়ে টেনিসে ফিরেছেন মার্কিন এ কৃষ্ণকলি। অবশ্য এর আগে ছোটখাটো প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু প্রতিযোগিতামূলক টেনিস টুর্নামেন্টে এবারই প্রথম খেললেন ‘মা’ সেরেনা।

কোর্টে নেমেই তুলে নিয়েছেন দুর্দান্ত জয়। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কাজাখস্তানের জারিনা ডিয়াসকে সরাসরি সেটে পরাজিত করেন সেরেনা। জেতেন ৭-৫ ও ৬-৩ ব্যবধানে। ‘মা’ সেরেনার এটি প্রথম জয়।

সবশেষ ২০১৭ সালে বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন সেরেনা। আর একটি শিরোপা হলে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেটকে ছুঁয়ে ফেলবেন সেরেনা। সন্তানের মা হিসেবে বিশ্বযুদ্ধের পর ১৯৮০ সালে মহিলা এককে উইম্বলডন জেতেন অস্ট্রেলিয়ার এভনি কাউলি। এবার মা হিসেবে শিরোপা জিতে এভনি কাউলির পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে সেরেনার।

এদিকে কোর্টে নেমে জয় পেলেও নিজের খেলায় সন্তুষ্ট নন সেরেনা। বলেছেন,‘ওর সঙ্গে খেলাটা সহজ নয়। এর আগেও কয়েকবার খেলেছি। তবে ম্যাচে আমি অনেকটাই বিবর্ণ ছিলাম। জয় পেয়েও তৃপ্ত নই। আশা করছি সামনে স্বরূপে ফিরে আসতে পারবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়