শিরোনাম

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সওজ’র জমিতে পুকুর খনন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সওজ’র জমি দখল করে চলছে পুকুর খনন। আর সেই পুকুরের মাটি বিক্রি করা হচ্ছে স্থানীয় ইটখলায়। সওজ’র এ জমি দখলের ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, রামগোপালপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র রুবেল, মৃত হোসেন আলীর পুত্র উজ্জল, বলুহা গ্রামের আব্দুল গফুর মড়লের পুত্র ছলিম উদ্দিন, পাঁচাশি গ্রামের মৃত বরন আলী মুন্সির পুত্র কেরামত আলী সওজ’র জমি দখল করে তাতে বিশাল আকৃতির পুকুর খনন করেছে। আর সেই পুকুরের খননকৃত মাটি বিক্রি করে দিচ্ছে স্থানীয় ইটখলায়। স্থানীয় কৃষকরা জানায় সওজ’র জায়গা দখল করে বিশাল আকৃতির পুকুর স্থাপন করায় বর্ষাকালে তাদের ফসল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা এসময় পুকুরের দীর্ঘ বাঁধ অপসারণের দাবি জানান।

এ বিষয়ে কিশোরগঞ্জ সার্কেলের সওজ’র নির্বাহী প্রকৌশলী রাশিদুল আলমকে অবগত করা হলে তিনি সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সওজ’র উপ সহকারি প্রকৌশলী মো. বাবুল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উল্লেখিত স্থানে সওজ’র জায়গা থেকে মাটি কাটার সময় নিষেধ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়