শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৮:৩১ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল ফ্রন্টের নাম পরিবর্তন করতে চান লি পেন

রাশিদ রিয়াজ : ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেতা ম্যারিন লি পেন বলেছেন, তার দল এখনো যথেষ্ট পরিপক্ক এবং শুধু প্রতিবাদ বিক্ষোভ নয়, শাসক দলের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে চায়। ভবিষ্যতে ফ্রান্সে কিভাবে পরিচালনা করতে হবে তার প্রস্তুতি হিসেবেই তার দলে এধরনের পরিবর্তন প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। টাইমস অব ইসরায়েল

ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে লি পেন জানান, রোববার যে দলের সম্মেলন শুরু হয়েছে তাতে তিনি তার দলের নতুন নাম প্রস্তাব করছেন। তার দলের রাজনীতিতে পরিবর্তন আসছে। প্রথমে তরুণদের বিক্ষোভ, পরে বিরোধীদল এবং এখন দেশ শাসনের অভিজ্ঞতা অর্জনের জন্যে তার রাজনৈতিক দলে এধরনের পরিবর্তন আসছে। তাই দলের নাম পরিবর্তনের মধ্যে দিয়ে সকলেই তার দলের পরিবর্তিত রাজনীতি সম্পর্কে জানতে পারবে বলে তিনি মন্তব্য করেন। লি পেন বলেন জোটের রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে তার দলকে অভিজ্ঞ হতে হবে।

গত বছর লি পেন ফ্রান্সের নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সমালোচনা করে বলেন, তার দল মধ্য ও নিম্নবিত্তদের কোনঠাসা করে ফেলেছে। তবে অভিভাসনের বিরুদ্ধে লি পেন তার কঠিন অবস্থান সম্পর্কে বলেন, ফ্রান্সের নিরাপত্তার জন্যেই তা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়