শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালী, সচেতনতা বৃদ্ধি সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র‌্যালি ও আলোচনা শেষে মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একটি র‌্যালি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে দুর্যোগে প্রস্তুতি নেওয়া যায় তার মহড়া করে দেখান ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামানের পরিচালনায় সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুস সাত্তার, এডুকো প্রজেক্ট অফিসার ইসমাইল হোসেন, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. বেলায়েত হোসেন, শিক্ষক প্রতিনিধি ও কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়