শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো চাপই আমলে নিচ্ছে না আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট: : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রশ্নে আন্তর্জাতিক কোনো চাপকে গুরুত্ব দেবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। খালেদার মুক্তি ও তাদের দাবি মেনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বহির্বিশ্বে জোর লবিং চালাচ্ছে বিএনপি। তবে এ ব্যাপারে কঠোর অবস্থানে সরকার।

আন্তর্জাতিক পর্যায় থেকে এ ব্যাপারে কোনো চাপ আসলে এর মোকাবিলা করতে এর প্রস্তুতিও রাখছে সরকার।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, গত নির্বাচনের আগেও বিএনপি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রভাবশালী দু’একটি রাষ্ট্রের কাছে ধর্ণা দেয়। নির্বাচন বর্জনের পর ওই নির্বাচন বন্ধের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে। তখন আন্তর্জাতিক কোনো কোনো মহল থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর সরাসরি চাপও আসে। কিন্তু কঠোর অবস্থানে থেকে সেই চাপ উপেক্ষা করেই দশম জাতীয় সংসদ নির্বাচন করে আওয়ামী লীগ। এবারও এ ধরনের চাপ আসতে পারে বলে ধারণা করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

দায়িত্বশীল ওই নেতাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশের নির্বাচন হবে এদেশের সংবিধান অনুযায়ী। বাইরের কোনো শক্তির পরামর্শে বা চাপের কাছে নতি স্বীকার করে কোনো কিছু হবে না। গতবছর নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বিষয়টিতে তাদের মতামত দেওয়ার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলো। কিন্তু এ দেশের নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়কে বাইরের হস্তক্ষেপ মুক্ত রাখতে আওয়ামী লীগের অবস্থান দৃঢ়। সে কারণেই সরকার তখন বিদেশিদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, নির্বাচনের ব্যাপারে এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপি যতই বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিক কোনো লাভ হবে না। গত নির্বাচনের আগেও তারা এটা করেছিলো, কিছুই করতে পারেনি। এবারও পারবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এটা মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার সাজা হয়েছে সেটা আইনি বিষয়। জেল থেকে জামিনে ছাড়া পাবেন কী, পাবেন না সেটাও আইনি বিষয়।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, আগে বিদেশিরা রাজনীতিতে বা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করতো। কিন্তু এখন আর সেটা পারে না। বাংলাদেশের অর্থনীতি অনেক স্বয়ংসম্পূর্ণ, বাজেটও বিদেশিদের উপর নির্ভরশীল না। আমরা তো মনে করি বিএনপি নির্বাচনে আসবে। সূত্র: নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়