শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন থেইক্যাও এই শাড়ি পাইবেন না!

ডেস্ক রিপোর্ট : মামা যানগা… আরেকবার দেইখ্যা লন। ২০০ টাকায় সুতি শাড়ি এখন আর মিলে না, তারপরও বিক্রি করতাছি। সপ্তাহে খালি একদিন, না কিনলে আবার আগামী শুক্রবার। নিলে ঠকবেন না, লন্ডন থেইক্যাও এই শাড়ি পাইবেন না!

রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকার হলিডে মার্কেটে এভাবেই নিজের ভাসমান দোকান থেকে শাড়ি কেনার জন্য বিভিন্ন মুখরোচক উক্তি ছুড়ে দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন সাবিনা বেগম।

শুধু সাবিনা বেগম নন, বিভিন্ন পণ্য নিয়ে তার মতো কয়েকশ’ দোকানি সাপ্তাহিক এ হলিডে মার্কেটে আসেন। এতে তারা অনেকাংশে সফলও বলা যায়। শিল্পকলা একাডেমির প্রধান ফটক থেকে আয়কর মোড় পর্যন্ত বিস্তৃতি এ হলিডে মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হলিডে মার্কেটটি বরাবরই ক্রেতা-বিক্রেতার সমাগমে জমজমাট থাকে। মার্কেটটির বিশেষত্ব হলো, বেশি বিক্রির জন্য কম দামে বিক্রেতারা পণ্য বিক্রি করেন। অন্যদিকে ক্রেতারা সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রতি শুক্রবারেই ভিড় জমান মার্কেটটিতে।

মার্কেট ঘুরে দেখা যায়, মেয়েদের থ্রি-পিস, ওড়না, প্রসাধনী, ব্যাগ, কাপড়, শাড়ি, গৃহস্থালি পণ্যের পসরা বেশি। তবে ছেলেদের টি-শার্ট, শার্ট, লুঙ্গিও রয়েছে।

এসব পণ্য ক্রেতারা ১০, ২০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার মধ্যে কিনতে পারেন। দাম কম বলে এসব পণ্যের মান খারাপ তা বলা ঠিক হবে না। অনেক মানসম্মত পণ্যও এ হলিডে মার্কেটে পাওয়া যায়।

সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়া যায় বলেও মার্কেটিতে সব শ্রেণীর ক্রেতারা সমান তালে ভিড় জমান।

হলিডে মার্কেটে মেয়েদের ব্যাগ বিক্রি করেন মোশারফ। তিনি বলেন, প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মার্কেট চলে। তবে বিকেল ৩টা থেকে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, যা চলে মার্কেট শেষ হওয়া পর্যন্ত। কেনাবেচা ভালোই হয়। তবে মার্কেটটির সময় আরও একদিন বাড়ালে ভালো হতো।

হলিডে মার্কেটে শপিং করতে আসা ক্রেতা শিল্পী বলেন, আমি প্রতি শুক্রবার মার্কেটটিতে আসার চেষ্টা করি। এখানে অনেক কম দামে ভালো পণ্য পাওয়া যায়। কাপড় ছাড়া গৃহস্থালি পণ্যগুলোর মানও ভালো।

পাবনা ও সিরাজগঞ্জের লুঙ্গি নিয়ে হলিডে মার্কেটে এসেছেন ইমরান। তার দোকানে লুঙ্গি ২৫০-৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তিনি বলেন, জায়গাটা ছোট, আরেকটু বড় হলে ভালো হয়। তবে এখানে কেনাবেচা ভালোই হয়।

জাকিয়া হক হলিডে মার্কেট থেকে ৫০০ টাকায় দু’টি শাড়ি কিনেছেন। তিনি বলেন, গাড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মার্কেটটি দেখে নামলাম। ৫০০ টাকায় দু’টি শাড়ি কিনেছি। দাম কম বলে শাড়িগুলোর মান ভালো নয়, তা কিন্তু নয়। যথেষ্ট ভালো মানের শাড়িও আছে এখানে।

উল্লেখ্য, রাজধানীর দুই সিটি করপোরেশন বিভিন্ন সময় অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে। এসব হকারদের জীবিকার কথা চিন্তা করে প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় হলিডে মার্কেট বসিয়ে তাদের কেনাবেচার ব্যবস্থা করে দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। এ হলিডে মার্কেটগুলোর মধ্যে একটি শিল্পকলা একাডেমি থেকে আয়কর মোড় পর্যন্ত অবস্থিত। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়