শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৭:৩৫ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সীমান্তে বস্তাভর্তি কাটাহাত!

তানভীর রিজভী:  সম্প্রতি চীন সীমান্তের কাছে সাইবেরিয়ার খাবরোবক্স শহর থেকে একটু অদূরে এক নদীর পাড়ে মানুষের কাটা হাত দেখতে পান স্থানীয়রা৷ খবর ডেইলি মেইল।

সেই সূত্র ধরে স্থানীয় পুলিশ একটি বস্তা থেকে উদ্ধার করে আরও কিছু পরিমাণ কাটা হাত৷ গোণার পর জানা যায় সেই ব্যাগের মধ্যে রয়েছে ২৭ জোড়া মানুষের হাত৷ মানে ৫৪টি হাত৷ সবকটি হাত কবজি থেকে কাটা৷

ডেইলি মেইলে জানানো হয়, বরফ ঢাকা আমুর নদীর পাড়ে একটি মানুষের কাটা হাত পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা৷ এরপরই মানুষের কাটা হাতে ভরতি ব্যাগ উদ্ধার করা হয়৷ খবর দেওয়া হয় পুলিশকে৷পুলিশ এসে হাতগুলি বরফের উপর রেখে ছবি তোলে৷ জিজ্ঞাসাবাদ করে স্থানীয় বাসিন্দাদের৷ হাত গুলি কাদের, কোথা থেকে সেগুলি এসেছে, কারা ব্যাগ ফেলে দিয়ে গিয়েছে-সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে৷ জানা গিয়েছে, একটি হাতের মধ্যে ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে৷ বাকি হাতেরও পরীক্ষা করে দেখা হচ্ছে৷

এদিকে , কি কারণে হাত কাটা হতে পারে তার একাধিক তত্ত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ কেউ জানিয়েছে, চুরির শাস্তি দিতে কুড়ুল দিয়ে হাত কাটা হতে পারে৷ আবাড় কেও বলছে মৃতদেহ থেকে হাতগুলি কাটা হয়েছে৷ স্থানীয় কোনও হাসপাতালেরই কাজ হবে এটা৷

আবার পাচারের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ফিঙ্গার প্রিন্টস যাতে খুঁজে না পাওয়া যায় তাই মৃতদেহ থেকে হাত কেটে ব্যাগে পুড়ে ফেলে দেওয়া হয়েছে৷

স্থানীয় মিডিয়াতে জানানো হয়, ব্যাগের পাশে মেডিক্যাল ব্যান্ডেজ ও কিছু প্লাস্টিক জুতো পাওয়া গিয়েছে যেগুলি হাসপাতালে পড়া হয়৷ পুলিশকেও ভাবাচ্ছে এই কারণগুলি৷ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে সম্মতি জানাননি কেও। সূত্র: ডেইলি মেইল, সিনহুয়া ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়