শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদাবরে খালে নিখোঁজ শিশু ৪ ঘন্টা পর মৃত উদ্ধার

সুশান্ত সাহা : রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং সংলগ্ন খালে জিসান (৫) নামের এক শিশু গতকাল সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। দীর্ঘ ৪ ঘন্টা অভিযান শেষে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে।

আদাবর থানার এসআই আবু জাফর জানান, সন্ধ্যার দিকে ছেলেটিকে খুঁজে না পেয়ে তার স্বজনরা থানায় ও ফায়ার সার্ভিসকে জানায়। তারপর শুরু হয় উদ্ধার তৎপরতা।

তিনি আরো জানান, নিখোঁজ জিসানের বাবার নাম আবুল হাসান। সন্ধ্যার পর ছেলেকে খুঁজে না পেয়ে প্রথমে ‘৯৯৯’-এ জানান তিনি। এরপর আদাবর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার কার্যক্রম চালানো শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন জানান, খেলতে গিয়ে শিশুটি খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে রাত সোয়া ১০ টার দিকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, শিশুটি উদ্ধারের সময় তার নাক-মুখ দিয়ে রক্ত ও লালা বের হচ্ছিল। তাকে শিকদার মেডিকেলে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটি এখানে আনার আগেই মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়