শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলআরএফ’র নেতৃত্বে সহ-সভাপতিসহ আমাদের অর্থনীতির ৩জন

নিজস্ব প্রতিবেদক : সংবিধান, বিচার বিভাগ ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৮-১৯ মেয়াদে সহ-সভাপতিসহ তিন পদে নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির তিনজন। শুক্রবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এ নির্বাচন অুষ্ঠিত হয়। এরআগে

এলআরএফ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন সভাপতি আশুতোষ সরকার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু। সকাল ১১ টায় এজিএম শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। অন্য দিকে ভোটগ্রহণ হয় বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত।

সভাপতি পদে বাংলাদেশের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান জাবেদ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি পদে হীরা তালুকদার (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান (জাগো নিউজ), সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন (সময় টিভি), দপ্তর সম্পাদক মনজুর হোসাইন (রেডিও টুডে), প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ (ভোরের কাগজ) এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মিজান আহমেদ (এসএ টিভি)।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন এনামুল হক এনাম (আমাদের অর্থনীতি), মালেক মল্লিক (ইনকিলাব), এস এম নূর মোহাম্মদ (আমাদের অর্থনীতি) ও মোসাদ্দেক আহমদ বশির (ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম)।
প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম সন্ধ্যা ছয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তার সঙ্গে ছিলেন কমিশনের দুই সদস্য মিজান মালিক ও তোফায়েল হোসেন। নির্বাচন শেষে নতুন সভাপতি সাঈদ আহমেদ সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত সকল সদস্যরাই নতুন কমিটিকে সহযোগীতার আশ্বাস দেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন উপস্থিত হয়ে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং যে কোন প্রয়োজনে তিনি সাংবাদিকদের সহযোগীতার আশ্বাস দেন।
বার্ষিক সাধারণ সভায় এলআরএফ’র সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাস গুপ্ত ও এম বদি-উজ-জামান, সাবেক সাধারণ সম্পাদক-কাজী আবদুল হান্নান, আবদুর রহমান, মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরণ ও মো.দিদারুল আলম, জ্যেষ্ঠ সদস্য-অশোক চৌধুরী, শহীদুজ্জামান, আলী আসগর স্বপন ও শংকর মৈত্র প্রমুখ উপস্থি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়