শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ মার্চ, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফিজিক্স সম্মেলন শুরু

জুবায়ের সানি : বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স- ২০১৮’ আজ (বৃহস্পতিবার) সকালে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘ফিজিক্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. অজয় কুমার রায়-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ একাডেমী অব সায়েন্স’-এর ফেলো ও সচিব অধ্যাপক ড. মেসবাউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সহসভাপতি অধ্যাপক ড. আবু হাসান ভূঁইয়া ও অধ্যাপক ড. গোলাম মো. ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘পদার্থ বিজ্ঞানে আরও বেশি গবেষণা হওয়া উচিৎ যেহেতু বিজ্ঞানের ভাষা হলো পদার্থ বিজ্ঞান ও গণিত।’ এ সংক্রান্ত গবেষণা কার্যক্রম অব্যাহত রাখা এবং সেমিনার, সিম্পোজিয়াম ও অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘এ বিষয়ে সকলকে আরও আন্তরিক হতে হবে।’
মোকাররাম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের পদার্থ বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত এই সম্মেলনে ২২টি সেশনে দেশ-বিদেশের গবেষকবৃন্দের মোট ৩৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়