শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ মার্চ, ২০১৮, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০১৮, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাংবাদিকদের দৃশ্যমান উপস্থিতি নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত : স্পিকার

আসাদুজ্জামান সম্রাট : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নির্ভিকতা, সাহসিকতা ও দৃঢ় মনোবল নিয়ে নারী সাংবাদিকরা এগিয়ে যাচ্ছেন। নারী সাংবাদিকদের দৃশ্যমান উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভা এবং সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

স্পিকার বলেন, কর্মস্থলে প্রতিকূল পরিবেশ থাকবে। তারপরও নারীদের তাদের অবস্থান থেকে সরে আসলে চলবে না। নারীদের নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে, নারীদের সামনে এগিয়ে যেতে হবে এবং এ এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

স্পিকার বলেন, সাংবাদিকতা একটি কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় টিকে থাকতে তাদের অনেক সংগ্রাম করতে হয়। সেজন্য নারীদের জন্য উত্তম কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং তাদেরকে নীতি নির্ধারনী পর্যায়ে আসীন করতে হবে-- যাতে পুরুষের পাশাপাশি নারীদের সমসুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত হয়।

স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীবান্ধব আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। ফলে নারীদের অগ্রযাত্রায় পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাদের পথ চলাকে সহজ করে নিতে হবে। তাদের নিজের মধ্যে যে শংকা রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। নারীরা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, শুধু নারী দিবসের কর্মসূচীতেই নারীদের নিয়ে আলোচনা করলে চলবে না বরং তাদের জন্য কোন কোন ক্ষেত্রে তাদের উন্নয়ন করতে হবে সেক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে এবং তার সমাধানে পথ নির্দেশনা দিতে হবে। তবেই নারীর প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

এসময় অনুষ্ঠানে দেশের বরেণ্য নারী সাংবাদিক ও রিপোর্টার ইউনিটের সাবেক সহ সভাপতি মাহমুদা চৌধূরী ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। ঢাকা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলীর সঞ্চালনায় ও সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ঝর্ণা মনি। অনুষ্ঠানে দেশের বরেণ্য নারী সাংবাদিকগণ সাংবাদিকতা পেশায় তাদের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়