শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নারী দিবস’ উপলক্ষে ডিআরইউ এই প্রথম বিশিষ্ট দুইজন নারীকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছে

রফিক আহমেদ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ’র) পক্ষ থেকে ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে এই প্রথম বিশিষ্ট দুইজন নারীকে সম্মাননা’ ক্রেস্ট দিচ্ছে। এই বিশিষ্ট দুইজন নারী নেত্রী হলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরী। সোমবার ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা মণি এ প্রতিবেদককে এ কথা জানান।

ঝর্ণা মণি জানান, আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ’র) সাগর-রুনি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আরো উপস্থিত থাকবেন ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ ও কার্য নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি আরো জানান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট দুইজন নারী জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরীকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন।

এছাড়াও ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আগামী ৮ মার্চ এক আলোচনা সভার আয়োজন করেছে। এই আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়