শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০১৮, ০৫:০৬ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০১৮, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্লোভাকিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

আব্দুর রাজ্জাক: স্লোভাকিয়ায় সাংবাদিক হত্যার প্রতিবাদে হাজারো মানুষ দেশটির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজনীতিবীদদের দুর্নীতি তদন্তের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক হত্যার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে জনগণ বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী ব্রাতিসলাভায় হাজার হাজার মানুষ ২৭ বছর বয়সী সাংবাদিক কুছিয়াককে হত্যার বিচারের দাবিতে উত্তাল বিক্ষোভ দেখিয়েছে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানিয়েছে।

জোসেফ বেলোভিক নামে একজন বিক্ষোভকারী বলছিলেন, ‘আমরা যখন শুন্য ডিগ্রি তাপমাত্রার আবহাওয়ার মধ্য দিয়ে শহরের রাস্তায় হাটছিলাম তখন হাজার হাজার মানুষ সাংবাদিক ও তার বাগদত্তার হত্যার বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছিল। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস কিসকাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি।’

কুছিয়াক সাংবাদিক হিসেবে সরকারের ট্যাক্স ও ভর্তুকি বিভাগের রিপোর্টার ছিলেন। তিনি স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যেকার সম্পর্ক নিয়েও প্রতিবেদন তৈরী করতেন। তার সর্বশেষ বিশেষ প্রতিবেদনের বিষয় ছিল ‘স্থানীয় ব্যবসায়ী ও ইতালীয় মাফিয়াদের মধ্যেকার সম্পর্ক’।

ইতালীয় মাফিয়া সন্ত্রাসীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের যোগাযোগের প্রতিবেদনটি সম্পূর্ণ করার মাত্র আগেই অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন। আগামী মে’তে প্রেমিকা ও বাগদত্তা মার্টিনা কুসনিরভার সাথে তার বিয়ের কথা ছিল কিন্তু দুর্বৃত্তরা তাদের দুজনকেই বাসার অভ্যন্তরে হত্যা করেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়