শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেল থেকে ছাড়ালে ট্রাম্প-রাশিয়া সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন মডেল

মাহাদী আহমেদ : নিজেকে 'রতি-বিশেষজ্ঞ' হিসেবে দাবী করেন এমন একজন বেলারুশ মডেলকে জেল থেকে মুক্ত করলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার সর্ম্পকের বিষয়ে গুরুত্বর্পূণ তথ্য দিবেন বলে জানিয়েছেন।
বেলারুশের মডেল আনাস্তাসিয়া ভাশুকেভিচ একটি এস্কর্ট সার্ভিসের কর্মী ছিলেন। তিনি ছদ্মনাম নাস্তিয়া রিবকা নামেই বিখ্যাত। রাশিয়ার অন্যতম ধনী ব্যক্তি ওলগে দেরিপাস্কা ও উপপ্রধানমন্ত্রী সেরগেই প্রিখোদকার সাথে একটি প্রমোদতরীতে ভ্রমণে যাওয়ায় সামাজকি মাধ্যমে খ্যাতি র্অজন করনে আনাস্তাসিয়া।
সম্প্রতি থাইল্যান্ডে একটি 'যৌন প্রশিক্ষণের' সেমিনার চালানোর সময় অভিযান চালিয়ে আনাস্তাসিয়াসহ নয় জনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার পুলিশ হেফাজতে থেকেই আনাস্তাসিয়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানান।
ট্রাম্পের নির্বাচণী প্রচারণার ম্যানেজার পল ম্যানাফর্ট আগে দেরিস্পাকার কর্মচারী ছিলেন। আনাস্তাসিয়া নিজেকে দেরিস্পাকার প্রাক্তন প্রেমিকা বলে দাবী করেন।

আনাস্তাসিয়া বলেন, 'রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংযোগের আমিই একমাত্র প্রত্যক্ষদর্শী। ওলেগ দেরিস্পাকা, প্রিখোদকা, ম্যানাফর্ট এবং ট্রাম্পের মধ্যকার যোগসূত্র আমাকে দিয়েই সম্পূর্ণ করা যাবে।'
পুলিশের ভ্যানে করে যেতে যেতে তৈরি করা ভিডিওটিতে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা পেলে আমেরিকা, ইউরোপ বা যে দেশ টাকা দিয়ে আমাকে থাইল্যান্ডের জেল থেকে ছাড়িয়ে আনবে তাদেরকে আমি প্রয়োজনীয় সব তথ্য দিব।'

আনাস্তাসিয়া আরও বলেন, তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এনবিসি টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
আনাস্তাসিয়া, দেরিপাস্কা ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
গত মাসে রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি দেরিস্পাকা ও প্রিখোদকার একটি প্রমোদতরীতে ভ্রমণের ভিডিও ফাঁস করে দেন। ওই ভিডিওতে রাশিয়ার ওই দুই অন্যতম প্রভাবশালী ব্যক্তির সাথে আনাস্তাসিয়াকেও দেখা যায়।

নাভালনি নিজেও একজন অত্যন্ত ধনী ব্যক্তি।তিনি ওই ভিডিওতে রাশিয়ার সরকারের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ করেন। একই সাথে তিনি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের উপর রাশিয়ার প্রভাবের বিষয়ে দেরিস্পাকা ও প্রিখোদকা অবগত থাকতে পারেন বলে জানান।
এমআর/পরিবর্তন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়