শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৮, ০৫:৪৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৮, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বর্তমানে ৫ কোটি বেকার রয়েছে : রওশন

ডেস্ক রিপোর্ট : দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বেকার রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তার মতে, এদের কাজ নেই বলে দেশে মাদকের বিস্তার ঘটেছে।

বর্তমানে জনগণ অনেক শান্তিতে রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা, ব্যাংকিং খাত, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিসহ আরো কিছু সমস্যা সমাধানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বেকার রয়েছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদের কাজ নেই বলে দেশে মাদকের বিস্তার ঘটেছে।

বিরোধী দলের সর্বাত্মক সহযোগিতার ফলে অতীতের যে কোন সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন অনেক বেশি হয়েছে।

তিনি আজ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের যে কোন সংসদের চেয়ে জাতীয় উন্নয়নে বর্তমান জাতীয় সংসদ অধিক বেশি কার্যকর ভূমিকা রেখেছে। অতীতের সব সংসদে বিরোধী দল ফাইল ছোড়া-ছুড়ি, অসংসদীয় বক্তব্য প্রদান, অকারণে বারবার ওয়াকআউট, লাগাতার সংসদ বর্জনের মতো অনেক ঘটনা ঘটেছে। অথচ এবারের সংসদে এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে এটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পেরেছে।

রওশন এরশাদ পদ্মা সেতু নির্মাণকে দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মাইলফলক বলে উল্লেখ করেন। তবে এ খাতে বারবার বরাদ্দ বৃদ্ধি করার বিষয়টির তিনি সমালোচনা করেন।

তিনি শিক্ষা খাতের বর্তমান অবস্থা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বেগম রওশন এরশাদ রোহিঙ্গা ইস্যু সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী উত্থাপিত ৫ দফা সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অগ্রসর হতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করতে হবে। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়