শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ০১ মার্চ, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে নিষিদ্ধ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া

লিহান লিমা: জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখেও মিয়ানমারে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও তা নিক্ষেপের সরঞ্জাম পাঠাচ্ছে উত্তর কোরিয়া।
সম্প্রতি জাতিসংঘের পরিদর্শক কমিটি জানায়, উত্তর কোরিয়া মিয়ানমারে মেশিনগান, গান, বোমা, ল্যান্ড মাইনের মত প্রচলিত অস্ত্র ছাড়াও মিসাইল, রকেট, রকেট লাঞ্চার, এয়ার মিসাইল, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সরঞ্জাম পাঠাচ্ছে বলে প্রমাণ মিলেছে।
এর আগে ২ ফেব্রæয়ারি এএফপি এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের বাণিজ্যিক নিষেধাজ্ঞার মুখেও পিয়ংইয়ং মিয়ানমারে সঙ্গে অবৈধভাবে তেল, গ্যাস ও সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটিতে ৪০ দফায় নিষিদ্ধ সামগ্রী পাঠিয়েছে দেশটি। পরিদর্শক কমিটি আরো জানায়, ‘মিয়ানমারের প্রতিরক্ষা অধিদপ্তর বিশ্বজুড়ে সামরিক সরঞ্জাম ক্রয়ের একটি নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে এবং দেশটি উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করতে আগ্রহী।’
পরিদর্শক সংস্থাটি আরো জানায়, এর আগে ২০১২ সালে মিয়ানমারের ‘সো মিন হিতিকি কোম্পানি.লিমিটেড নিষিদ্ধকৃত পারমাণবিক সরঞ্জাম আনার বিষয়ে পদক্ষেপ নিয়েছিল। তবে ২০১৫ সালে মিয়ানমার জাতিসংঘ পরিদর্শক কমিটিকে জানায় তারা কোরিয়ার সঙ্গে শুধুমাত্র সাধারণ কূটনৈতিক সৌজন্যতা বজায় রাখছে। এছাড়া সম্প্রতি জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি হাউ দু সুয়ান বলেন, কোরিয়ার সঙ্গে মিয়ানমারের কোন লেনদেন নেই, মিয়ানমার কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলে। টাইমস অব ইন্ডিয়া, ফ্রান্স ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়