শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৮, ১২:০৫ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০১৮, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার চাইলেই প্রশ্নফাঁস বন্ধ করতে পারে : রওশন

নিজস্ব প্রতিবেদক : সরকার চাইলেই প্রশ্নফাঁস বন্ধ করতে পারে মন্তব্য করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সরকার পারে না এমন কোনো কাজ তো নেই। সরকার কেন এই প্রশ্নফাঁস বন্ধ করছে না। শিক্ষামন্ত্রীকে যদি এটা নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তিনি কী জবাব দেবেন?

বুধবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশ্নফাঁস সম্পর্কে রওশন এরশাদ আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস যেন লেগেই আছে। বার বার কেন প্রশ্ন ফাঁস হচ্ছে, আমরা বুঝতে পারছি না। সৌদি আরব থেকে ফাঁস হওয়া প্রশ্ন সবাইকে জানানো হচ্ছে। এটা বন্ধ হবে কবে? সরকার পারে না এমন কোনও কাজ তো নেই। সরকার কেন এটা বন্ধ করছে না।’

প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িতদের মাধ্যমে ফাঁস হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই প্রশ্নপত্র ফাঁস কেন হচ্ছে? কারা করছে? যারা এর সঙ্গে জড়িত, তাদের মাধ্যম্যেই তো ফাঁস হচ্ছে। এটা বন্ধ না করলে তো হবে না। প্রশ্নপত্র ফাঁসের জন্য আমাদের ছেলেমেয়েরা অন্যভাবে গড়ে উঠছে। মেধাবী শিক্ষার্থীরা সমস্যায় পড়ে যাচ্ছে। শিক্ষা পিছিয়ে যাচ্ছে।’

সরকার না পারলে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দিয়ে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকার অতীতের তুলনায় সফল দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে কোনও সংসদই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি। এই সরকারকে হরতাল-অবরোধ-আন্দোলন মোকাবিলা করতে হয়নি। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অতীতে তা হয়নি। আমরা সাহায্য সহযোগিতা করেছি বলে উন্নয়ন হয়েছে। তবে এজন্য আমাদের অনেক সমালোচনা শুনতে হয়েছে।

যানজটের কারণে সংসদে আসতে তার দেরি হয়েছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘যানজটের কারণে বছরে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে বছরে ৫৮ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এটা না হলে আমাদের প্রবৃদ্ধি ৭/৮ ছাড়িয়ে যেত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়