শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেল্ট অ্যান্ড রোড চীনের সামরিক সক্ষমতা আরো বাড়িয়ে তুলবে: মার্কিন জেনারেল

আসিফুজ্জামান পৃথিল : চীনের নেয়া বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ দেশটির সামরিক বিন্যাসকে আরো শক্তিশালী করবে বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল। চীন গোয়াদার বন্দর ব্যবহার করলে ভারত মহাসাগরে তার অবস্থান আরো শক্তিশালী হবে বলে মনে করেন জেনারেল ভোটেল।

জেনারেল ভোটেল বলেন, ‘চীন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নতি অর্জন করেছে। যেটা তাদের বৈশ্বিকভাবে শক্তি বাড়াতে সাহায্য করছে।’ তিনি আরো যোগ করেন, ‘চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সাথে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরও যুক্ত আছে। যা শুধু চীনকে অর্থনৈতিক লাভই দেবেনা, একই সঙ্গে সামরিক ভাবেও সুবিধা দেবে’।

এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মনে করেন, অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে চীন সহজেই পাকিস্তানের গোয়াদার বন্দরে প্রবেশাধিকার পেয়ে যাবে এবং এর ফলে ভারত মহাসাগরিয় অঞ্চলেও দেশটির উপস্থিতির পরিমাণ বাড়বে।

এ মার্কিন জেনারেল আরো বলেন, ‘সাম্প্রতিক কালে চীন দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেছে আফ্রিকার দেশ জিবুতির বাব-আল-মান্দেবে। যদিও বেইজিং দাবী করছে, এই ঘাঁটি শান্তি রক্ষার কাজে করা হয়েছে, কিন্তু ঘাঁটিটি চীনকে এই অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথে প্রভাব বাড়াতে সাহায্য করবে’। ভেটেল আরো বলেন, চীন ইরানের সঙ্গেও অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। -ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়