শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চলতি বছর ঢাকায় একাধিক আন্তর্জাতিক আসর’

এল আর বাদল : চলতি বছর (২০১৮) জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে ঢাকার টেনিস অঙ্গন সরব রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ।
আজ ফেডারেশনের কার্যালয়ে এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে ক্রীড়াপঞ্জি অনুয়ায়ী টেনিসের বিভিন্ন ইভেন্ট মাঠে রাখতে হয়েছে। যারপর নাই চেষ্টা করেছি বছরটি সফলভাবে শেষ করতে। তিনি বলেন, শুধু স্কুল টুর্নামেন্ট অর্থাভাবে বন্ধ রাখতে হয়েছে। গোলাম মোরশেদ বলেন, অর্থ সংকট কাটিয়ে উঠে চলতি বছরটা হবে টেনিসের জন্য আলোড়িত। জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে বছরটি পার করতে চাই। তিনি বলেন, জাতীয় পর্যায়ে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সিনিয়র (পুরুষ ও মহিলা), জুনিয়র প্রতিযোগিতা, ডিপলোমেট কাপ ও স্কুল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে রমনা টেনিস কমপ্লেক্সে। টেনিসের কোনো কোনো ইভেন্টে আন্তর্জাতিক আসর বসবে, এই প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, অনূর্ধ্ব- ১২, ১৪ ও ১৬ বছর বয়সের (ছেলে ও মেয়ে) আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক টেনিস টুর্নামেন্ট হবে। তিনি বলেন, মালয়েশিয়া তাদের সম্মতি জানিয়েছে। রমনা টেনিস কোর্টে ৯ মার্চ খেলা শুরু হবে।
তিনি বলেন, আমাদের সাধ আছে, সাধ্য নেই। এক বছর ফেডারেশনের দায়িত্বপালনের সময় এই প্রবাদটি বার বার আমার মনে পড়েছে। চলতি বছর কোনো সাধই অপূর্ণ রাখবো না। অর্থ যোগাড় করেই টেনিসের সব আয়োজন সফল করবো। গোলাম মোরশেদ বলেন, জাতীয় পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে আগামী এপ্রিলে ৬৪ জেলায় পর্যায়ক্রমে স্কুল টেনিসের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, টেনিস ফেডারেশনের আর্থিক দূরাবস্থা কেটে যাবে। খুব শিগগিরই টেনিসে সম্ভাবনার পথ উন্মোচিত হতে যাচ্ছে।
দেশীয় খেলাধুলার নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ টেনিস ফেডারেশনের দিকে ফিরে তাকিয়েছে। টেনিসের উন্নয়নে তারা ৭ কোটি টাকার বাজেট নিয়ে অবকাঠামোর কাজ শুরু করতে যাচ্ছে। এই কাজ সম্পন্ন হলে টেনিস ফেডারেশনকে আর অর্থকষ্টে ভোগতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়