শিরোনাম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ব্রাড পার্সকেল ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে পুনরায় তার নির্বাচনী প্রচারণা প্রধান হিসেবে ব্র্যাড পার্সকেলকে বেছে নিয়েছেন। ডিজিটাল মিডিয়া ডিরেক্টর হিসেবে ওই নির্বাচনে প্রধান দায়িত্ব পালন করবেন ব্র্যাড। নির্বাচনের এখনো তিন বছর বাকি থাকতেই নির্বাচনী প্রচারণা প্রধান মনোনীত করলেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স গত বছর জুনে সাংবাদিকদের জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প আগামি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প ব্র্যাডকে বিস্ময়কর প্রতিভা বলে উল্লেখ করেছেন। ২০১৬ সালে নির্বাচনে জয়ের ব্যাপারে তার অবদান ছিল উল্লেখযোগ্য। ট্রাম্প পরিবারের কাছেও ব্র্যাড আস্থাভাজন ও নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি নির্ভরযোগ্য এক ব্যক্তি।

ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারও গত মার্কিন নির্বাচনে ব্র্যাডের সুশৃঙ্খল প্রযুক্তি ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেছেন এধরনের অভিজ্ঞতা আগামী নির্বাচনেও প্রয়োজন। গত নির্বাচনে ব্র্যাড নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপন, ক্ষুদ্র নির্বাচনী দান পরিচালনা ছাড়াও ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান পুরো নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন যা সবার নজর কাড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়