শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই বেন স্টোকস ম্যাজিকে সমতায় ফিরল ইংল্যান্ড

এম এ রাশেদ: অধিনায়ক ইয়ন মরগান ও অলরাউন্ডার বেন স্টোকসের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে সফরকারীরা। বুধবার মাউন্ট মাউনগানুইতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ২২৪ রানের লক্ষ্য দেয় স্বাগতিক নিউজিল্যান্ডকে। ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন স্টোকস।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু ৯ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। ওপেনার কলিন মুনরো (১) ও তিন নম্বরে নামা মার্ক চাপম্যানকে (১) ফেরান ক্রিস ওকস। এরপর রস টেইলরকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অন্য ওপেনার মার্টিন গাপটিল। কিন্তু ব্যক্তিগত ১০ রানে টেইলর রান আউট হয়ে গেলে সে চেষ্টা ব্যর্থ হয়। পরে দলীয় ৭৯ রানের মাথায় আউট হয়ে যান গাপটিলও (৫০)।

এরপর দ্রুতই আরো ২টি উইকেট হরায় কিউইরা। তবে, মিচেল স্যান্টনারের অপরাজিত ৬৩ রানের সুবাদে দুইশত রানের কোটা পার করে স্বাগতিকরা। এছাড়া টম ল্যাথামের ২২, কলিন গ্র্যান্ডহোমের ৩৮ ও লোকি ফার্গুসনের ১৯ রান দলের মোট রানে কিছুটা অবদান রাখে। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ওকস, মঈন আলি ও বেন স্টোকস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার জেসন রয়ের (৮) উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৪৭ রানে জো রুটও (৯) আউট হয়ে গেলে অন্য ওপেনার জনি বেইরস্টোর সাথে জুটি বাঁধেন অধিনায়ক মরগান। দুইজনের জুটিতে ৩৯ রান করতেই ফার্গুসনের বলে আউট হয়ে মাঠ ছাড়েন বেইরস্টো (৩৭)।

এরপর অধিনায়কের সাথে এসে জুটি গড়েন দীর্ঘদিন পর দলে ফেরা স্টোকস। এ দু’জন মিলে ৮৯ বলে ৮৮ রান এনে দেন দলকে। এরপর ৬২ রানে মরগান আউট হয়ে গেলে স্টোকস (৬৩*) ও জস বাটলারের (৩৬*) অবিচ্ছিন্ন জুটিতে ৩৭.৫ ওভারেই জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ২২৩ (৪৯.৪ ওভার) (গাপটিল ৫০, ল্যাথাম ২২, গ্র্যান্ডহোম ৩৮, স্যান্টনার ৬৩*, ফার্গুসন ১৯; ওকস ২/৪২, মঈন ২/৩৩, স্টোকস ২/৪২)।

ইংল্যান্ড : ২২৫/৪ (৩৭.৫ ওভার) (বেইরস্টো ৩৭, মরগান ৬২, স্টোকস ৬৩*, বাটলার ৩৬*; বোল্ট ২/ ৪৬)।

ম্যান অব দ্য ম্যাচ : বেন স্টোকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়