শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের যৌথ নৌ-মহড়ার প্রস্তাব ফিরিয়ে দিলো মালদ্বীপ

আনন্দ মোস্তফা: মালদ্বীপে সাম্প্রতিক সময়ে চলা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ভারত জড়িয়ে পড়লে তা ভালোভাবে নেয়নি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি। এরপর থেকে ভারতের সাথে সম্পর্ক অবনতির দিকে যেতে থাকে দেশটির। এরই প্রেক্ষিতে ভারতের যৌথ নৌ-মহড়ার প্রস্তাব ফিরিয়ে দিলো মালদ্বীপ।

নয়াদিল্লি আয়োজিত ১৬ দেশের নৌ-মহড়ায় অংশ নেবার জন্য ভারত আমন্ত্রণ জানিয়েছিল মালদ্বীপকে। ‘মিলন’ নামের মহড়াটি দু’বছর পর পর অনুষ্ঠিত হয় যা এ বছর ৬ মার্চ থেকে আন্দামান ও নিকোবর-সংলগ্ন এলাকায় আয়োজিত হবার কথা রয়েছে।

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, মরিশাস, ওমান, নিউজিল্যান্ডের মতো মহড়ায় যোগ দিতে মালদ্বীপকেও আমন্ত্রণ জানানো হয়। শেষ মুহূর্তে মালদ্বীপ মহড়া থেকে সরে দাঁড়ালো। ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা জানান, ‘মালদ্বীপ এ বারের “মিলন”-এ যোগ দিচ্ছে না। কি কারণে যোগ দেবে না তা তারা জানায়নি।’

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, ভারত মহাসাগরের নানা অংশে যেভাবে গতিবিধি বাড়াচ্ছে চীনা নৌবাহিনী, তার প্রেক্ষাপটে তৎপরতা বাড়ানোর নীতি নিয়েছে ভারতীয় নৌবাহিনীও। শুধু ভারত মহাসাগরে নয়, গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলেই হাত মিলিয়ে তৎপরতা বাড়িয়েছে ভারত-জাপান-অস্ট্রেলিয়া। নয়াদিল্লির আয়োজনে ১৬ দেশের যৌথ নৌ-মহড়াকেও ভারতীয় তৎপরতার অঙ্গ হিসেবেই দেখেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

নৌ-মহড়া থেকে মালদ্বীপের প্রত্যাহারের পেছনে চীনের হাত থাকতেও পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে চীন-মালদ্বীপ সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হয়েছে যা স্বাভাবিকভাবেই ভারতের চিন্তার কারণ। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়