শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ক্ষতির উদ্দেশ্যে নয়: দক্ষিণ কোরিয়া

আব্দুর রাজ্জাক: ক্ষতির উদ্দেশ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। নিষেধাজ্ঞাগুলো শুধু তাদের পারমাণবিক কর্মসূচি থেকে নিস্ক্রিয় করার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং ইয়ং-হা জাতিসংঘের এক নিরস্ত্রীকরণ সম্মেলনে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে বক্তৃতা রাখেন। তিনি উক্ত বৈঠকে উত্তর কোরিয়ার প্রতি পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে আবারও স্বাভাবিক পরিবেশে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তাদের ধ্বংস করার জন্য বা ক্ষতি করার জন্য দেওয়া হয়নি। তারা যদি পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসে তাহলে শুধু সিউল না পুরো পৃথিবীর সাথে তাদের সম্পর্কের উন্নতি ঘটবে ও ভাল পরিবেশ তৈরি হবে।

একই সম্মেলনে উত্তর কোরিয়ার দূত বলেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না করা পর্যন্ত কোরীয় উপদ্বীপে শান্তি ফিরবে না বা উত্তর কোরিয়া তাদের কোন কর্মসূচি নিয়ে বিবেচনা করবে না।

জাতিসংঘে নিযুক্ত জাপানের দূত মানাবু হরি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষাগুলো আমাদের রীতিমত বিরক্ত করছে এবং এগুলো অপ্রত্যাশিত। শীতকালীন অলিম্পিকে অংশ নিয়ে তারা শুধু চমক দেখিয়েছে, তাই তাদের চমকে নিজেদের গুলিয়ে ফেলার ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন। রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়