শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোয়ারায় অপ্রয়োজনীয় বাঁধের কাজ বাতিল

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): দোয়ারাবাজারে গ্রামবাসীর বাঁধায় বাতিল হয়েছে অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। গ্রামবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও ট্রলার ঘাট হতে ধনপুর গ্রামের ভাঙা ব্রিজ পর্যন্ত অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ তদন্ত পূর্বক বাতিল করেছেন।

চলতি মওসুমে উপজেলার দেখার হাওর ২৮/১ এর প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগেই বাঁধটি অপ্রয়োজনীয় বাঁধ বলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের ওই চিঠি গোপন করে স্বার্থ সংশ্লিষ্ট পিআইসিরা গত ২৬ ফ্রেব্রুয়ারি সোমবার সকালে পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে এস্কেভেটর দিয়ে কৃষকদের সবজি ফসল নষ্ট করে অপ্রয়োজনীয় বাঁধের কাজ জোরপূর্বক শুরু করে। পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করলে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট পিআইসিকে কাজ বন্ধ করার নির্দেশ দেন।

কৃষকরা জানান, কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে ভয় ভীতি দেখিয়ে আমাদের জমির ফসল নষ্ট করেছেন পিআইসি’র সভাপতি কৃপা সিন্ধু রায় ভানু। আমরা এর ক্ষতিপূরণ চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, পাউবো’র কারিগরি মতামতের ভিত্তিতে অপ্রয়োজনীয় বাঁধ চিহ্নিত হওয়ায় তা বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়