শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড কাঁপাবে যে ছবিগুলো

রবিন আকরাম: সর্বসম্প্রতি বলিউডে একটা ট্রেন্ড বেশ সফল হয়েছে। সেটা হলো, কম বাজেটের ভালো ছবি বানিয়ে বাজিমাৎ করা। আবার আরেকটি বিষয়ও লক্ষ করা যায়, তা হলো, বিশাল অর্থ ব্যয় করে নান্দনিক ছবি নির্মাণ। বিগ বাজেটের এই ছবিগুলোও দারুণ সফলতা পাচ্ছে। উঠে আসছে লগ্নীকৃত অর্থ। শুধু তা-ই নয়, এই বিগ বাজেটের ছবিগুলো পাচ্ছে প্রশংসাও। এ-প্রসঙ্গে ধুম ৩, টাইগার জিন্দা হ্যায় বা বাহুবলি ২ এর উদাহরণ দেওয়া যেতে পারে।

তাই, ছবির বাজেট এখন ১-২ শ থেকে হাজার কোটিতে গিয়ে ঠেকেছে। এমনই কিছু বিগ বাজেটের ছবি নিয়ে এবারের আলোচনা। ছবিগুলো নির্মাণ চলছে, আগামীতে এসব আসছে দর্শকমন মাতাতে।

রান্দামুঝাম (১০০০ কোটি)
মহাভারতের ওপর নির্মিত ছবি। ধারণা করা হচ্ছে, এটি ভারতের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ছবি। ছবির কাহিনিটি শোনানো হয়েছে ভীম এর জবানিতে। মোহনলাল এই চরিত্রটি রূপায়ন করেছেন। এম টি বসুদেব নাইরের উপন্যাস ‘মহাভারত’ অবলম্বনে ছবিটি নির্মিত হবে। এ বছরের সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিটির শুটিং ইংরেজি, হিন্দি, মালায়লাম, কান্নাডা, তামিল ও তেলেগু ভাষায় হবে। দুই পর্বের এই ম্যাগনাম ওপাস ২০২০ এ প্রেক্ষাগৃহ মাতাতে আসবে।

রামায়ণ (৫০০ কোটি)
মহাভারতের পর এটি আরেকটি পৌরাণিক মাস্টারপিস। এটি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা আর মধু মান্তেনা। এটি সম্পূর্ণ থ্রি-ডিতে চিত্রায়িত হবে। এটির থাকবে তিন পর্ব। উত্তর প্রদেশে ছবিটি চিত্রায়িত হবে এবং হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে।

২.০ (৪০০ কোটি)
মহাতারকা রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত এ বছরের সবচেয়ে আলোচিত ছবি। এটি একটি বিজ্ঞান কল্পকাহিনি। ছবিটির রয়েছে দুর্দান্ত মেকিং স্ট্রাটেজি। এটি রজনীকান্ত অভিনীত আরেকটি ছবি ‘রোবট’-এর সিক্যুয়েল।

ঠগস অব হিন্দুস্তান (২০০ কোটি)
আমির খানের ছবি, সাথে আছেন বিগ বি। ইয়াশ রাজের সবচেয়ে বড় বাজেটের ছবি এটি। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটিতে আরো আছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শাইখ। এ বছরের দিওয়ালিতে ছবিটি মুক্তির দিন নির্ধারিত।

সাহু (১৫০ কোটি)
বাহুবলি-খ্যাত প্রভাস আর শ্রদ্ধা কাপুরের ছবি। ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে ছবিটি। নির্মিত হচ্ছে তামিল, তেলেগু আর হিন্দি ভাষায়। তেলেগু কমিক-থ্রিলার ‘রান রাজা রান’ ছবির পরিচালক সুজিৎ এটা বানাচ্ছেন। আর্ট ডিরেকশনে আছেন ভারতখ্যাত ও চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবু সাইরিল। মিউজিক করছেন ট্রাস্টেড মিউজিক্যাল ট্রায়ো শংকর-এহসান-লয়। সূত্র : বলিউড লাইফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়