শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার ৪ পুলিশ হত্যার বিচার আজও শুরু হয়নি

গাইবান্ধা প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের ব্যাপক তাণ্ডবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় চার পুলিশ হত্যার পাঁচ বছর আজ। দেশব্যাপী আলোচিত এই পুলিশ হত্যার ঘটনার ৫ বছর অতিবাহিত হলেও এই মামলার বিচার কাজ এখনও শুরুই হয়নি।

জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে ৩ পুলিশ সদস্যকে হত্যা করে জামায়াত-শিবির কর্মীরা।

নিহতরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের তোজাম্মেল হোসেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত গোবধা গ্রামের হযরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া। এ ছাড়া বামনডাঙ্গা রেলস্টেশনে হামলা করে হত্যা করে রেলওয়ে পুলিশ সদস্য গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামের খাজা নাজিম উদ্দিনকে।

শুধু এই দুই স্থানেই নয়, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে রাস্তা অবরোধ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

পরে সুন্দরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জামায়াত দলীয় সাবেক সাংসদ ও যুদ্ধাপরাধী আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ হাজার ৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে হত্যা মামলায় আব্দুল আজীজসহ ২৩৫ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এই মামলায় আসামিদের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় এখন আসামি রয়েছে ২৩৪ জন।

খামার ধনারুহা গ্রামের নিহত পুলিশ সদস্য নাজিম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমার স্বামীর কী দোষ ছিল? আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। পাঁচ বছরেও স্বামীর খুনের বিচার পেলাম না! আমি এই হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চাই।

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম শফিক বলেন, আগামী ৪ মার্চ চার্জ গঠনের দিন ধার্য রয়েছে। ওইদিন চার্জ গঠন হলে পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, ঘটনার পর প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন। আইজিপির পক্ষ থেকেও দেয়া হয়েছে আর্থিক সহায়তা। তারপরও প্রয়োজনে ওই পুলিশ সদস্যদের পরিবারে সহায়তা দেয়া হবে।

আসামি গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, উল্লেখযোগ্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিন্তু তাদের অবস্থান শনাক্ত করা যায়নি। হয়ত তারা দেশের বাইরে পালিয়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়