শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ডিইউজে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ভোটকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে জাতীয় প্রেসক্লাব চত্বর। পুরো প্রাঙ্গণজুড়ে এখন নির্বাচনী আমেজ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র মিলে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চারটি প্যানেল হলো- কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী, জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল, আতাউর রহমান-এম এ কুদ্দুস, আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু প্যানেল। এর বাইরে সাধারণ সম্পাদক পদে ৫ জন স্বতন্ত্র প্রার্থী হলেন- অনুপ খাস্তগীর, অমিয় ঘটক পুলক, গাজী জহিরুল ইসলাম, রওশন ঝুনু ও সেবিকা রানী। নির্বাহী পরিষদ সদস্য ৯টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৪ জন।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরুণ ভৌমিক নয়ন, কাজী মোহসীন আল আব্বাস, খন্দকার মোজাম্মেল হক ও মঞ্জুশ্রী বিশ্বাস।

যুগ্ম-সম্পাদক পদে আকতার হোসেন, খায়রুল আলম, মোহাম্মদ শাহজাহান মিঞা ও শামীমা আক্তার (শামীমা দোলা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান সভাপতি শাবান মাহমুদ বলেন, আমি মনে করি নতুনদের জায়গা করে দেয়া উচিত। পদ আঁকড়ে থাকলে নতুনদের নেতৃত্বে আসার সুযোগ কমে যায়। সেজন্য দ্বিতীয়বার প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও প্রার্থী হইনি। আশা করব পরবর্তীতে যারা নির্বাচিত হবেন তারাও নতুনদের জায়গা করে দেবেন।

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্বরে একজন ভোটারের কাছে ভোট চাচ্ছিলেন তিনি। ওই ভোটার তার মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন।

এ সময় সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। গত দুবছরে ডিইউজে অনেক দূর এগিয়েছে। আশা করি পরবর্তী কমিটি আরো এগিয়ে নিয়ে যাবে। আগামীতে আমাদের লড়াই হবে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার ধারা অব্যাহত রাখব।

ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এবার মোট তিন হাজার ২৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়